জোসেফ বেইলি (সাডবেরির সংসদ সদস্য)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জোসেফ বেইলি (৯ ফেব্রুয়ারি ১৮১২ - ৩১ আগস্ট ১৮৫০), ছিলেন একজন ব্রিটিশ কনজারভেটিভ পার্টির রাজনীতিবিদ। তিনি ১৮৩৭ থেকে ১৮৪১ সাল পর্যন্ত সাডবারির জন্য এবং ১৮৪১ থেকে ১৮৫০ সাল পর্যন্ত হেয়ারফোর্ডশায়ারের সংসদ সদস্য (এমপি) ছিলেন।

তার পিতা ছিলেন স্যার জোসেফ বেইলি, ১ম ব্যারোনেট এবং তার স্ত্রী মারিয়া (নি ল্যাথাম)।[১] তিনি ১৮৩৯ সালে উইলিয়াম কনগ্রিভ রাসেলের কন্যা এলিজাবেথ মেরি রাসেলকে (মৃত্যু ১৮৯৭) বিয়ে করেন।

তথ্যসূত্র[সম্পাদনা]