জীবাণুনাশক সাবান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সক্রিয় উপাদান ক্লোরোক্সিলিনল এর সাথে "জীবাণুনাশক" হিসেবে বাজারজাতকৃত তরল ডিশ সাবান।
ট্রাইক্লোকার্বন (TCC) উপাদানসহ গোসলের জন্য জীবাণুনাশক সাবান।

জীবাণুনাশক সাবান একধরনের সাবান, যাতে জীবাণু ধ্বংসকারী রাসায়নিক উপাদান রয়েছে।[১] অধিকাংশ জীবাণুনাশক সাবানে ট্রাইক্লোসান থাকে, যদিও অন্যান্য রাসায়নিকের ব্যবহার অতি সাধারণ।[২] মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন (এফডিএ) এর মত কিছু সংস্থা এসব জীবাণুনাশক পণ্যের কার্যকারিতা সম্পর্কে সন্দেহ প্রকাশ করেছে।[৩]

ইতিহাস[সম্পাদনা]

ট্রাইক্লোসান এবং অন্যান্য জীবাণুনাশক উপাদান সমৃদ্ধ পণ্য বাণিজ্যিক ভিত্তিতে দীর্ঘদিন থেকেই হাসপাতাল এবং অন্যান্য স্বাস্থ্যসেবা ক্ষেত্রে ব্যবহৃত হচ্ছে, যদিও বাসগৃহে পরিষ্কারক পণ্য হিসেবে সেগুলির ব্যবহার ১৯৯০-এর দশক থেকে শুরু হয়।[৩]

উপাদানসমূহ[সম্পাদনা]

ট্রাইক্লোসান এবং ট্রাইক্লোকার্বন সাবানে জীবাণুনাশক হিসেবে ব্যবহৃত সবচেয়ে প্রচলিত উপাদান।[৪] যদিও সাবানে অন্যান্য প্রচলিত জীবাণুনাশক উপাদান হিসেবে বেনজালকোনিয়াম ক্লোরাইড, বেনজেথোনিয়াম ক্লোরাইড এবং ক্লোরোক্সিলিনল ব্যবহার করা হয়।[৫]

কার্যকারিতা[সম্পাদনা]

দাবি করা হয় যে জীবাণুনাশক সাবানের ট্রাইক্লোসান বিভিন্ন জীবাণুর পাশাপাশি কিছু ভাইরাস এবং ছত্রাকের বৃদ্ধি প্রতিহত করতে পারে।[২] যদিও আরো সাম্প্রতিক পর্যালোচনায় সুপারিশ করা হয়েছে যে ব্যবহারকারীরদের ক্ষেত্রে অসুস্থতা প্রতিরোধ বা জীবাণু হ্রাসের ক্ষেত্রে প্রচলিত সাবানের তুলনায় জীবাণুনাশক সাবানের বিশেষ কোনো কার্যকারিতা নেই।[২][৬] সেগুলি ব্যবহারের দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের প্রভাব এবং তাদের কার্যকারিতা প্রমাণের অপর্যাপ্ত তথ্যের কারণে ২০১৬ সালের সেপ্টেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ঔষধ প্রশাসন প্রচলিত জীবাণুনাশক উপাদান ট্রাইক্লোসান, ট্রাইক্লোকার্বন এবং "জীবাণুনাশক" সাবান ও ধৌতকার্যে প্রায়শই ব্যবহৃত অন্যান্য আরো ১৭টি উপাদানের ব্যবহার নিষিদ্ধ করে। এফডিএ বিবৃতি প্রদান করে যে, "স্পষ্টভাবে এমন কোনো তথ্য নেই যে জীবাণুনাশক সাবান অসুস্থতা প্রতিরোধে সাধারণ সাবান এবং পানি দিয়ে ধৌতকার্যের তুলনায় সর্বোত্তম।"[৫]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FDA Taking Closer Look at 'Antibacterial' Soap"। U.S. Food and Drug Administration। সংগ্রহের তারিখ ১৬ এপ্রিল ২০১৬ 
  2. Aiello AE, Larson EL, Levy SB (সেপ্টেম্বর ২০০৭)। "Consumer Antibacterial Soaps: Effective or Just Risky?" (পিডিএফ)Clinical Infectious Diseases৪৫ (২): S১৩৭-৪৭। ডিওআই:10.1086/519255 
  3. "Five Reasons Why You Should Probably Stop Using Antibacterial Soap"Smithonian Magazine। ৩ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  4. "FDA bans common ingredients in antibacterial soaps and body washes"Washington Post। ২ সেপ্টেম্বর ২০১৬। সংগ্রহের তারিখ ৩ সেপ্টেম্বর ২০১৬ 
  5. Kodjak A (২ সেপ্টেম্বর ২০১৬)। "FDA Bans 19 Chemicals Used In Antibacterial Soaps"। NPR। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭ 
  6. "Antibacterial Soap? You Can Skip It, Use Plan Soap and Water"। US FDA। সংগ্রহের তারিখ ২৪ অক্টোবর ২০১৭