জাতীয় কোরীয় ভাষা ইনস্টিটিউট

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

জাতীয় কোরীয় ভাষা ইনস্টিটিউট (কোরীয়: 국립국어원 আক্ষ.'জাতীয় ভাষা ইনস্টিটিউট') কোরীয় ভাষার একটি ভাষা নিয়ন্ত্রক সংস্থা। এটি ২৩ জানুয়ারি ১৯৯১ তারিখে রাষ্ট্রপতির ডিক্রি নং ১৩১৬৩ (১৪ নভেম্বর ১৯৯০)-এর মাধ্যমে তৈরি করা হয়। এটি দক্ষিণ কোরিয়ার সিউলে অবস্থিত।

ইনস্টিটিউটটি মূলত ১৯৮৪ সালে বেসরকারিভাবে কোরীয় ভাষা একাডেমি নামে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৯১ সালে ইনস্টিটিউটটি কোরীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের সহায়ক হিসেবে মর্যাদা লাভ করার পর এর নামকরণ করা হয় জাতীয় কোরীয় ভাষা একাডেমি। ২০০৫ সালে এটিকে এর বর্তমান নামে নামকরণ করা হয়।

বহিঃসংযোগ[সম্পাদনা]