জয়মন্টপ উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়
 
ঠিকানা
জয়মন্টপ উচ্চ বিদ্যালয়

,
১৮২২

তথ্য
নীতিবাক্যপ্রভু জ্ঞান দাও
প্রতিষ্ঠাকাল১৯২৯; ৯৫ বছর আগে (1929)
বিদ্যালয় কোড 
কর্মকর্তা২০
শিক্ষকমণ্ডলী২৪
শ্রেণী৬ষ্ঠ - ১০ম
বয়সসীমা১১-১৮
শিক্ষার্থী সংখ্যা৫১০০
ভাষাবাংলা
ক্যাম্পাসজয়মন্টপ ক্যামপাস
শিক্ষায়তন 
ক্যাম্পাসের ধরন 
রং         
সাদা ও কালো
ক্রীড়াক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন, ক্রিকেট।
ডাকনাম 
শিক্ষা বোর্ডমানিকগঞ্জ শিক্ষা বোর্ড

জয়মন্টপ উচ্চ বিদ্যালয় মানিকগঞ্জ জেলার সিঙ্গাইর উপজেলার অবস্থিত একটি বিদ্যালয়। [১] এটি ১৯২৯ সালে প্রতিষ্ঠিত। স্কুলটিতে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী পর্যন্ত শিক্ষা দেয়া হয় যেখানে মেয়েরা প্রভাতি ও ছেলেরা দিবা শাখায় অধ্যায়ন করে। এস এস সি পরীক্ষার ফলাফলের দিক দিয়ে, এই স্কুলটি বেশ কয়েক বছর ধরে মানিকগঞ্জ শিক্ষা বোর্ডে সেরা দশের মধ্যে অবস্থান করছে। স্কুলটিতে প্রায় ৫১০০ শিক্ষার্থী অধ্যয়ন করে।

তথ্যসূত্র[সম্পাদনা]