জন কোক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন কোক
জন্ম(১৯২৫-০৫-৩০)৩০ মে ১৯২৫
মৃত্যুজুলাই ১৬, ২০০২(2002-07-16) (বয়স ৭৭)
জাতীয়তাআমেরিকান
পরিচিতির কারণরিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং
পুরস্কারটুরিং পুরস্কার ১৯৮৭
ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন
১৯৯১ ন্যাশনাল মেডেল অব সায়েন্স ১৯৯৪
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রকম্পিউটার বিজ্ঞান
প্রতিষ্ঠানসমূহআইবিএম

জন কোক (ইংরেজি ভাষায়: John Cocke) (জন্ম: ৩০শে মে, ১৯২৫ - মৃত্যু: ১৬ই জুলাই, ২০০২) একজন মার্কিন কম্পিউটার বিজ্ঞানেএ যিনি কম্পিউটার স্থাপত্যে তার অবদানের জন্য পরিচিত। তাকে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটিং এর জনক বলা হয়। তিনি ডিউক বিশ্ববিদ্যালয় থেকে ১৯৪৬ সালে যন্ত্রপ্রকৌশলে ব্যাচেলর্স ডিগ্রি অর্জন করেন এবং ১৯৫৩ সালে গণিতে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন। তিনি তার পুরো কর্মজীবন আইবিএমে ব্যয় করেছেন, ১৯৫৬ থেকে ১৯৯২। তিনি ১৯৮৭ সালে টুরিং পুরস্কার, ১৯৯১ সালে ন্যাশনাল মেডেল অব টেকনোলজি অ্যান্ড ইনোভেশন এবং ১৯৯৪ সালে ন্যাশনাল মেডেল অব সায়েন্স অর্জন করেন। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. National Science Foundation, The President's National Medal of Science: Recipient Details.

বহিঃসংযোগ[সম্পাদনা]