জন্মচিহ্ন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জন্মচিহ্ন
ছয় মাস বয়সী শিশুর গায়ে মঙ্গোলীয় দাগ দৃশ্যমান
বিশেষত্বচর্মরোগবিদ্যা

জন্মচিহ্ন হল ত্বকে জন্মগত, সৌম্য অনিয়ম যা জন্মের সময় উপস্থিত থাকে বা জন্মের পরপরই দেখা যায়—সাধারণত প্রথম মাসে। এটি ত্বকের যেকোন স্থানে হতে পারে।[১] এগুলি রক্তবাহ, মেলানোসাইট, মসৃণ পেশী, স্নেহ পদার্থ, কেরাটিনোসাইট বা ফাইব্রোব্লাস্টের অতিরিক্ত বৃদ্ধির কারণে ঘটে।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে জন্মচিহ্ন দুই প্রকার: 'পিগমেন্টেড জন্মচিহ্ন' ও 'ভাস্কুলার জন্মচিহ্ন'। অতিরিক্ত ত্বকের রঙ্গককোষের কারণে পিগমেন্টেড জন্মচিহ্নগুলো: 'মেলানোসাইটিক নেভাস', 'ক্যাফে আউ লাইট স্পট' এবং 'মঙ্গোলীয় দাগ'। ভাস্কুলার বার্থমার্ক, যাকে লাল জন্ম চিহ্নও বলা হয়, রক্তনালী বৃদ্ধির কারণে হয় এবং এর মধ্যে রয়েছে 'ম্যাকুলার স্পট' (স্যামনপ্যাচ),  'হেম্যানজিওমাস' ও 'পোর্ট-ওয়াইন স্পট'। ১০ জনের মধ্যে ২ জনে একটু বেশি শিশুর ১ বছর বয়সের মধ্যে ভাস্কুলার জন্মচিহ্ন থাকে।[২] বেশ কিছু জন্মচিহ্নের ধরন হল ত্বকের ক্ষতগুলির গ্রুপের অংশ যা নেভি বা নাভি নামে পরিচিত, যেটি ল্যাটিন হল "জন্মচিহ্ন"।

ত্বকের কোষগুলির বিকাশ ও স্থানান্তর নিয়ন্ত্রণকারী কারণগুলির স্থানীয় ভারসাম্যহীনতার ফলে জন্মচিহ্নগুলি ঘটে। উপরন্তু, এটা জানা যায় যে ভাস্কুলার জন্মচিহ্ন বংশগত নয়।[২][৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ডোরল্যান্ডের চিকিৎসাশাস্ত্র অভিধানে "birthmark"
  2. "Birthmarks"American Academy of Dermatology। ২০০৯-১১-০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৬-২০ 
  3. "Birthmarks"Seattle Children's Hospital and Regional Medical Center। ২০১৭-০২-০২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-০২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

শ্রেণীবিন্যাস