ছদ্মফাটল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ছদ্মফাটলকে লুজার জোনও বলা হয়। এটি অস্টিওম্যালাসিয়ার একটি রোগনির্ণয় পদ্ধতি। পেজেটের হাড়ের রোগ, হাইপারপ্যারাথাইরয়েডিজম, রেনাল অস্টিওডিস্ট্রফি, অস্টিওজেনেসিস ইমপারফেটা, ফাইব্রাস ডিসপ্লাসিয়া এবং হাইপোফসফেটেসিয়ার ক্ষেত্রেও কদাচিত ছদ্মফাটল ঘটে। লুজার জোনের নামকরণ করা হয়েছে এমিল লুসার নামক একজন সুইস চিকিৎসকের নামে।

গঠন[সম্পাদনা]

পেরিঅস্টিয়ামের ঘনত্ব কমে গেলে ক্ষতিগ্রস্ত এলাকায় কঠিন গঠন দেখা যায় । এটি একটি ছদ্ম ফাটলের রুপ নেয়। সাধারণত স্ক্যাপুলার অক্ষীয় প্রান্ত, পাঁজর, পিউবিক রামি, ফিমারের নিকটবর্তী প্রান্তে এবং আলনায় ছদ্মফাটল দেখা যায়।

তথ্যসূত্র[সম্পাদনা]