চার্লস এ পারসনস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
চার্লস এ পারসনস
জন্ম১৩ জুন ১৮৫৪
মৃত্যু১১ ফেব্রুয়ারি ১৯৩১(1931-02-11) (বয়স ৭৬)
জাতীয়তাব্রিটিশ
মাতৃশিক্ষায়তনTrinity College, Dublin
St. John's College, Cambridge
পরিচিতির কারণSteam turbine
দাম্পত্য সঙ্গীক্যাথারিন বেথেল
(বি. ১৮৮৩) (মৃ. ১৯৩৩)
সন্তানRachel Mary Parsons (1885–1956)
Algernon George Parsons (b. 1886–1918)
বৈজ্ঞানিক কর্মজীবন
কর্মক্ষেত্রEngineering
প্রতিষ্ঠানসমূহHeaton, Newcastle

চার্লস এ পারসনস (১৩ জুন ১৮৫৪ - ১১ ফেব্রুয়ারি ১৯৩১) ছিলেন আইরিশ ইঞ্জিনিয়ার ও আবিষ্কারক।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

১৮৮৩ সালে তিনি বিয়ে করেন ক্যাথারিন বেথেলকে। তার কন্যা ছিল উইলিয়াম এফ. বেথেল। তার মাতা ফটোগ্রাফিতে এবং মডেল তৈরিতে বিশেষ পারদর্শী ছিলেন।

তিনি ডাবলিনের ট্রিনিটি কলেজ ও কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করেন এবং লেখাপড়া শেষ করে নিউক্যাসলে এক ইঞ্জিনিয়ারিং কারখানায় শিক্ষা নবিশের কাজ শেখেন।

কর্মজীবন[সম্পাদনা]

তিনি বাষ্পচালিত টারবাইন তৈরি করেন। এটা জাহাজ চালানর কাজে লাগিয়েছিলেন। শেষ জীবনে তিনি বৃহদাকার দূরবীক্ষণ যন্ত্র নির্মাণে হাত দিয়েছিলেন।[১]

উপাধি[সম্পাদনা]

তার কাজের জন্য তিনি রয়াল সোসাইটির ফেলোশিপ ও স্যার উপাধি পান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. দাশগুপ্ত, ধীমান (এপ্রিল ১৯৯৭)। বিজ্ঞানী চরিতাভিধান (১ সংস্করণ)। কলকাতা: বাণীশিল্প। পৃষ্ঠা ২৮-২৯। আইএসবিএন বিহীন |আইএসবিএন= এর মান পরীক্ষা করুন: invalid character (সাহায্য)