গ্রেটার সিয়াটিক নচ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গ্রেটার সিয়াটিক নচ
লাল বর্ণে চিহ্নিত গ্রেটার সিয়াটিক নচ (কোমরের অস্থিসমূহ)
লাতিনIncisura ischiadica major
টিএA02.5.01.009
শাভিমFMA:16902
হাড়ের শারীরবৃত্তীয় পরিভাষা

গ্রেটার সিয়াটিক নচ হল ইলিয়ামের একধরনের নীচু খাঁজ বা অবদমিত অংশ। এটি শ্রোণিচক্রের সবথেকে গুরুত্বপূর্ণ অংশ। এর উপরে পশ্চাদবর্তী নিম্ন ইলিয়াক স্পাইন ও নীচে ইস্চিয়াল স্পাইন অবস্থান করছে। স্যাক্রোস্পাইনাস লিগামেন্ট এটিকে খাঁজ থেকে গহ্বরে পরিণত করেছে যার নাম গ্রেটার সিয়াটিক ফোরামেন

স্ত্রীলোকের ক্ষেত্রে (৭৪.৪°) পুরুষদের (৫০.৪°) তুলনায় এটি চওড়া হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:শ্রোণিচক্র