গার্ড রেল (রেল)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ভিয়েতনামের একটি রেলওয়ে স্টেশনে গার্ড রেল
মিয়ানমারে গার্ড রেলের সাথে ট্র্যাক

রেল পরিবহনে গার্ড রেল বা চেক রেল হচ্ছে রেল নির্মাণে ব্যবহৃত ট্র্যাক, যাকে নিয়মিত চলমান রেলের সাথে সমান্তরালে রাখা হয়, যেন রোলিং স্টকসমূহের চাকাগুলোকে অ্যালাইনমেন্টের মধ্যে রেখে লাইনচ্যুতি প্রতিরোধ করা যায়। এ ধরনের রেল সাধারণত ব্রিজ, ট্রেস্টল, সুড়ঙ্গ বা লেভেল ক্রসিংয়ের মতো সীমাবদ্ধ ক্লিয়ারেন্সের এলাকায় ব্যবহার করা হয়।

তীক্ষ্ণ কার্ভ[সম্পাদনা]

তীক্ষ্ণ কার্ভে, গার্ড রেলগুলো অভ্যন্তরীণ রেলের অভ্যন্তরে স্থাপন করা যেতে পারে, যেখানে তারা ওই পাশে চাকার ফ্ল্যাঞ্জের পিছনে জড়িত হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Mildura Train Derailment"The Argus। Melbourne। ২৭ আগস্ট ১৯২৮। পৃষ্ঠা 16। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০১১ – National Library of Australia-এর মাধ্যমে।