গজনীর যুদ্ধ (৯৯৮)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
গজনীর যুদ্ধ
তারিখমার্চ, ৯৯৮
অবস্থান
ফলাফল

মাহমুদের বিজয়লাভ

সেনাধিপতি ও নেতৃত্ব প্রদানকারী
মাহমুদ গজনভি ইসমাইল গজনভি যু. বন্দী

গজনীর যুদ্ধ ৯৯৮ সালে আমির ইসমাইলের প্রতিদ্বন্দ্বী গজনভি বাহিনী এবং তার বড় ভাই মাহমুদ গজনভির বিদ্রোহী বাহিনীর মধ্যে সংঘটিত হয়েছিল।[১]

আমির সবুক্তগিন তার মৃত্যুশয্যায় ইসমাইলকে তার উত্তরসূরি হিসেবে মনোনীত করেছিলেন। তখন তার বড় ভাই মাহমুদ সামানিদের গৃহযুদ্ধে জড়িত ছিলেন, তিনি নিশাপুরে অবস্থান করছিলেন।[১]

এই সংবাদ পেয়ে মাহমুদ গজনভি সিংহাসনে ইসমাইলের অধিকারের প্রতিদ্বন্দ্বিতা করেন। তিনি নিশাপুরের দায়িত্ব তার চাচা বোরঘুজ এবং ছোট ভাই নুরুদ্দিন ইউসুফের হাতে তুলে দিয়ে গজনার দিকে অগ্রসর হন। উভয় বাহিনী গজনীতে মিলিত হয়, ইসমাইলের সাথে হস্তিবাহিনী ছিল।[১] যুদ্ধ একটি দীর্ঘ, টানা ব্যাপার ছিল, কিন্তু একটি উপযুক্ত মুহুর্তে মাহমুদ ইসমাইলের কেন্দ্রে আক্রমণ করেন যার ফলে ইসমাইল পরাজিত হন।[১] মাহমুদ ভাইকে গ্রেফতার করেন ও সিংহাসন দখল করেন।

মন্তব্য[সম্পাদনা]

  1. Kaushik Roy, Warfare in Pre-British India – 1500BCE to 1740CE, (Routledge, 2015), 88.

তথ্যসূত্র[সম্পাদনা]

  • কৌশিক রায়, ওয়ারফেয়ার ইন প্রাক-ব্রিটিশ ভারত - 1500BCE থেকে 1740CE, Routledge, 2015।