খসড়া:মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়
অবস্থান
তথ্য
অন্য নামমারুফ স্কুল
ধরনবেসরকারি
নীতিবাক্যশিক্ষার গুণগত মানোন্নয়ন ও সম্প্রসারণে আমাদের প্রচেষ্টা অবিরাম
প্রতিষ্ঠাকাল২০০৩; ২১ বছর আগে (2003)
বিদ্যালয় বোর্ডমাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম
ইআইআইএন১৩৪৯০৩[২]
চেয়ারম্যানইঞ্জিনিয়ার মোহাম্মদ গিয়াস উদ্দিন
প্রধান শিক্ষকমুহাম্মদ নাজিম উদ্দিন[১]
শ্রেণীনার্সারী - দশম
ভাষাবাংলা
ওয়েবসাইটhttp://maruwfschool.com/

মারুফ মডেল প্রাথমিক ও উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম-১ মীরসরাইয়ের প্রাণ কেন্দ্র অবস্থিত একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান। বিদ্যালয়টি ২০০৩ সালে প্রতিষ্ঠা করা হয়। প্রতি বছর বোর্ড পরীক্ষায় এই বিদ্যালয়টি ফলাফলের দিক থেকে চট্টগ্রাম-১ মীরসরাই উপজেলার মধ্যে এগিয়ে থাকে।

অবস্থান[সম্পাদনা]

বাংলাদেশের চট্টগ্রাম জেলার অন্তর্গত মীরসরাই থানার উত্তর পাশে  এ বিদ্যালয়টি অবস্থিত।

শিক্ষক-শিক্ষার্থী[সম্পাদনা]

এ কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষক মুহাম্মদ নাজিম উদ্দিন। বর্তমানে এ প্রতিষ্ঠানে ১০০০+ শিক্ষার্থী অধ্যয়নরত আছে। বরাবরের মতো এটি ফলাফলের দিক দিয়ে উপজেলার সেরা বিদ্যালয় হিসেবে তথা উত্তর চট্টগ্রামে অন্যতম সেরা  হিসেবে প্রশংসিত।।

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়ের ভবনটি  তিনতলা বিশিষ্ট। ছাত্রছাত্রীদের খেলাধুলা করার জন্যে রয়েছে সুবিশাল মাঠ। ছাত্রছাত্রীদের সুপেয় পানির জন্যে গভীর নলকূপ রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মুহাম্মদ নাজিম উদ্দিন"। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬ 
  2. "ইআইআইএন"। সংগ্রহের তারিখ ২০২৪-০২-১৬