ক্রিস্টোফ ক্লার্ক

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ক্রিস্টোফ ক্লার্ক
২০০৮ সালে ক্রিস্টোফ ক্লার্ক
জন্ম (1958-02-09) ৯ ফেব্রুয়ারি ১৯৫৮ (বয়স ৬৬)
জাতীয়তাফরাসি
অন্যান্য নামক্রিস্টোফ ক্লার্ক, গিলবার্ট গ্রসো

ক্রিস্টোফ ক্লার্ক (জন্ম: ৯ ফেব্রুয়ারি ১৯৫৮) একজন ফরাসি পর্নোগ্রাফিক অভিনেতা, প্রযোজক এবং পরিচালক। [১]

কর্মজীবন[সম্পাদনা]

ক্লার্ককে "ফরাসি পর্ণ ইন্ডাস্ট্রিতে সম্ভবত সবচেয়ে জনপ্রিয় পুরুষ তারকা" বলা হয়। [২] ক্লার্ক ফ্রান্সে জন্মগ্রহণ করেছিলেন, কিন্তু মার্ক ডরসেল এবং মিশেল রেনডের মত ব্যক্তিত্বের সাথে কাজ করার পর, তিনি ১৯৯১ সালে বুদাপেস্টে চলে আসেন। [২] যেখানে তিনি তার ইউরো অ্যাঞ্জেল প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। ক্লার্ক নিজেকে হাঙ্গেরিতে পর্ন চলচ্চিত্র নির্মাণকারী প্রথম বিদেশী প্রযোজক বলে দাবি করেছেন। [২] তিনি জন "বাটম্যান" স্ট্যাগ্লিয়ানো'র ইভিল এঞ্জেল কোম্পানির মাধ্যমে তার সিনেমা বিতরণ করতেন। স্ট্যাগ্লিয়ানো ক্লার্কের পায়ু যৌন-থিমযুক্ত সিরিজ ইউরো অ্যাঞ্জেলসে অর্থায়ন করেছিলেন, যাতে হাঙ্গেরীয় অভিনেত্রীরা অভিনয় করেছিলেন। [২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Personal Bio Christoph Clark"। IAFD.com। সংগ্রহের তারিখ ২০০৭-০৮-২৬ 
  2. Sigel, p.179

বহিঃসংযোগ[সম্পাদনা]