ক্রান্তিকারি সাম্যবাদী পার্টি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ক্রান্তিকারি সাম্যবাদী পার্টি (ইংরেজি: রেভোল্যুশনারি কমিউনিস্ট পার্টি) বিহার রাজ্যের একটি ভারতীয় রাজনৈতিক দল যা ভারতের কমিউনিস্ট পার্টি থেকে একটি বিচ্ছিন্ন দল হিসাবে উদ্ভূত হয়েছিল।

ইতিহাস[সম্পাদনা]

২০০০ বিহার বিধানসভা নির্বাচনে কেএসপি সাতজন প্রার্থী নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে এবং লালু প্রসাদ যাদবের আরজেডি সমর্থিত দুটি আসনে জয়লাভ করে।[১][২]

পরে রাষ্ট্রীয় জনতা দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়। ২০০৪ সালের লোকসভা নির্বাচনে কেএসপি মধুবনীতে একজন প্রার্থীকে ঘোষণা করেছিল, যিনি ৬৯৪৮ ভোট পেয়েছিলেন (সেই আসনে ভোটের ১%)। কেএসভিপি ভারতীয় কমিউনিস্ট এবং গণতান্ত্রিক সমাজতন্ত্রের কনফেডারেশনে অংশগ্রহণ করে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Election Commission of India - Patywise List of Candidates"। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩ 
  2. "CNN IBN - Bihar Election Candidates 2009"। ২০ এপ্রিল ২০০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৩ জুন ২০১৩