কেরামতিয়া মসজিদ ও মাজার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কেরামতিয়া মসজিদ ও মাজার
কেরামতিয়া মসজিদ ও মাজার, রংপুর
ধর্ম
অন্তর্ভুক্তিসুন্নি ইসলাম
অবস্থান
অবস্থানমুন্সিপাড়া, সিটি, রংপুর
পৌরসভারংপুর
স্থাপত্য
ধরনমসজিদ
স্থাপত্য শৈলীদেশীয স্থাপত্য
ধারণক্ষমতা৩,০০+ সালাত আদায়কারী একসাথে সালাত আদায় করতে পারে

কেরামতিয়া মসজিদ ও মাজার মোঘল আমলের শেষের দিকের একটি মসজিদ, রংপুর শহরের কাচারি বাজারের দক্ষিণ পাশে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

ভারতের জৈনপুর থেকে উনিশ শতকে রংপুরে শাহ কারামত আলী জৌনপুরী এলে তার উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।

পুরাতন মসজিদের বর্ণনা[সম্পাদনা]

মসজিদটি আয়তাকার,  তিনটি (উঁচু) গোলাকার গম্বুজ বিশিষ্ট। প্রতিটি কোণে অষ্টভূজাকৃতি স্তম্ভ রয়েছে যার উপরে শোভা পাচ্ছে কিউপলা। [১][২]

যোগাযোগ[সম্পাদনা]

রংপুরের জিরোপয়েন্টের কাছারি বাজার এলাকা থেকে মাত্র ১০০ গজ দক্ষিণে মুন্সিপাড়া। এ পাড়ারই এক বিশাল মাঠের পাশে কেরামতিয়া জামে মসজিদ অবস্থিত। পাশেই শ্যামাসুন্দরী খাল।

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. পরিষদ, সম্পাদনা (২০০০)। রংপুর জেলার ইতিহাস। রংপুর: রংপুর জেলা প্রশাসন। পৃষ্ঠা ৪৬২–৪৬৩। 
  2. "রংপুর জেলা"তথ্য বাতায়ন (ইংরেজি ভাষায়)। ২০২২-১০-০৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৫