কেরল কংগ্রেস (জাতীয়তাবাদী)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কেরল কংগ্রেস (জাতীয়তাবাদী) হল ভারতের কেরলে একটি রাজ্য-স্তরের রাজনৈতিক দল। এটি ১১ মার্চ ২০১৪-এ কেরল কংগ্রেস (এম) থেকে বিভক্ত হয়ে গঠিত হয়েছিল। এর নেতা কুরুভিলা ম্যাথিউস

দলটি ২০১৪ সালের ভারতীয় সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোটের সাথে জোটবদ্ধ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিল, যেখানে নোবেল ম্যাথিউ কোট্টায়াম লোকসভা কেন্দ্রে দাঁড়িয়েছিলেন।[১]

কেরল কংগ্রেসে (জাতীয়তাবাদী) বিভক্তি এবং বিজেপির সাথে একীভূত[সম্পাদনা]

কেরল কংগ্রেস (জাতীয়তাবাদী) ২০১৬ সালে দুটি দলে বিভক্ত হয়। বিভক্ত দলের একটির নেতৃত্বে ছিলেন নোবেল ম্যাথিউ এবং অন্য দলের নেতৃত্বে ছিলেন কুরুভিলা ম্যাথিউস।

২৪ জানুয়ারী ২০১৬-এ দলের চেয়ারম্যান নোবেল ম্যাথু কেরল কংগ্রেসের (জাতীয়তাবাদী) তার শাখাকে ভারতীয় জনতা পার্টির সাথে একীভূত করেন বিজেপি কেরলের রাজ্য সভাপতি কুম্মানম রাজশেখরনের উপস্থিতিতে আয়োজিত একীকরণ অনুষ্ঠানে।[২]

কুরুভিলা ম্যাথিউসের নেতৃত্বাধীন কেরল কংগ্রেস (জাতীয়তাবাদী) এখনও জাতীয় গণতান্ত্রিক জোটের সাথে রয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "BJP Forms State Chapter of NDA with 4 Parties"The New Indian Express। ১৬ মার্চ ২০১৪। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "KC (Nationalist) to merge with BJP"The Hindu। ১৪ জানুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১১ সেপ্টেম্বর ২০১৯