কামিনী মোহন দেওয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কামিনী মোহন দেওয়ান
পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য
কাজের মেয়াদ
৩ এপ্রিল ১৯৫৪ – ২৯ মে ১৯৫৪
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৮৯০-০৩-০৮)৮ মার্চ ১৮৯০
রাঙ্গামাটি
মৃত্যু১৯৭৬
রাঙ্গামাটি
সন্তানবিনয় কুমার দেওয়ান
পিতামাতাত্রিলোচন দেওয়ান (পিতা),
রবালা দেওয়ান (মাতা)

কামিনী মোহন দেওয়ান (১৮৯০ – ১৯৭৬) বাংলাদেশের রাঙ্গামাটির একজন রাজনীতিবিদ ছিলেন। তিনি ১৯৫৪ সালে পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন।[১] তার পুত্র বিনয় কুমার দেওয়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন।[২][৩]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

কামিনী মোহন দেওয়ান ৮ মার্চ ১৮৯০ সালে রাঙামাটির বড়াদমে চাকমা পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ত্রিলোচন দেওয়ান ও মাতার নাম সুরবালা দেওয়ান।[১][৩]

জীবনী[সম্পাদনা]

কামিনী মোহন দেওয়ান ১৯১৩ সালে পিতার মৃত্যুর পর রাঙামাটি অঞ্চলের ৬টি মৌজার শাসনভার গ্রহণ করেন।[৩]

১৯১৪ সালে তিনি পার্বত্য চট্টগ্রামে জনসমিতি প্রতিষ্ঠা করেছিলেন। এ সমিতি পরবর্তীতে বাংলাদেশ সরকার নিষিদ্ধ করেন।[৪]

তিনি ১৯৫০ সালে হিল ট্রাক্টস পিপল অর্গানাইজেশন প্রতিষ্ঠা করেন।[১]

১৯৫৪ সালে তিনি পার্বত্য চট্টগ্রাম হতে সর্বপ্রথম পূর্ববঙ্গ আইন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন। এসময় তিনি সরকারি বিভিন্ন কমিটির সদস্য হিসাবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।[৩]

গ্রন্থ[সম্পাদনা]

কামিনী মোহন দেওয়ান ''পার্বত্য চট্টগ্রামের দীন সেবকের জীবন কাহিনী'' শিরোনামে আত্মজীবনী লিখেছেন।[৩]

মৃত্যু[সম্পাদনা]

কামিনী মোহন দেওয়ান ১৯৭৬ সালে মৃত্যুবরণ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিখ্যাত ব্যক্তিত্ব"www.rangamati.gov.bd। ১ জানুয়ারি ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ 
  2. "আত্মীয়তার বন্ধনে রাজনীতি-৯"মানবজমিন। ২৫ মে ২০১৫। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. শ্রী কামিনী মোহন, পার্বত্য চট্টলের এক দীন সেবকের জীবন কাহিনী, রাঙামাটি, দেওয়ান ব্রাদার্স এন্ড কোং, প্রকাশ- ১৯৭০
  4. "পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি"বাংলাপিডিয়া। সংগ্রহের তারিখ ১ জানুয়ারি ২০২০