কাবুলে অভিযান ফেব্রুয়ারী ২০০৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কাবুলে অভিযান ফেব্রুয়ারী ২০০৯

২০০৯ সালের ফেব্রুয়ারী মাসে কাবুলে অভিযান ছিল ২০০৯ সালের ১১ ফেব্রুয়ারি আফগানিস্তানের কাবুলে আফগান সরকারের লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তালেবানের ধারাবাহিক হামলা চলছিল। ২০০৯ সালের ফেব্রুয়ারীর এই হামলায় ২১ জন নিহত ও ৫৭ জন[১] আহত হয়। আফগানিস্তান ও পাকিস্তানে নিযুক্ত নতুন মার্কিন দূত রিচার্ড হলব্রুকের দেশে আসার আগের দিন এই হামলার ঘটনা ঘটে, যা আতঙ্কের সৃষ্টি করে।

আট জন তালেবান যোদ্ধা এই হামলায় জড়িত ছিল এবং তারা সবাই নিহত হয়েছিল। পাঁচ তালেবান বিচার মন্ত্রণালয়ের ভবনে হামলা চালিয়ে দুই রক্ষীকে হত্যা করে এবং প্রায় এক ঘণ্টা ধরে ভবনটি অবরুদ্ধ করে রাখে। সেখানে মারামারিতে প্রায় ১০ জনের মৃত্যু হয়।[১] কারা অধিদপ্তরে একজন হামলাকারী একটি চেকপয়েন্টে নিজেকে উড়িয়ে দেয় এবং অন্যজন ভবনের ভেতরে ঢুকে নিজেকে উড়িয়ে দেয় এবং নিজেকে উড়িয়ে দেয়, এতে সাতজন নিহত ও ১৫ জন[২] আহত হয়। শিক্ষা মন্ত্রণালয় ভবনে হামলা চালানোর আগেই এক হামলাকারী নিহত হয়।[৩][৪]

তালেবান হামলার দাবি করে বলেছে, তারা পুল-ই-চরখি কারাগারে বন্দীদের হত্যার প্রতিশোধ নিয়েছে। [৫] আফগান কর্মকর্তারা জানিয়েছেন, আটক করা টেক্সট মেসেজের ভিত্তিতে হামলার মূল পরিকল্পনাকারী পাকিস্তানে অবস্থান করছে। [৬] একজন মার্কিন কর্মকর্তা জালালউদ্দিন হাক্কানির অনুগত যোদ্ধাদের দায়ী করেছেন। [৭] তারা বলেছে নিশ্চিতভাবেই এতে হক্কানি নেটওয়ার্কের সম্পৃক্তা রয়েছে।

১৮ ই মার্চ, আফগানিস্তানের ন্যাশনাল ডিরেক্টরেট ফর সিকিউরিটির কর্মকর্তারা ঘোষণা করেন যে তারা কাবুল ও লোগার প্রদেশে সাতজনকে গ্রেপ্তার করেছে এবং অষ্টম জনকে হত্যা করেছে যারা এই অভিযানের পরিকল্পনা ও পরিচালনার সাথে জড়িত ছিল। অধিদপ্তরের একজন মুখপাত্র সৈয়দ আনসারি বলেন, হামলাকারীরা পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল এবং হামলার আগে ও পরে পাকিস্তান-ভিত্তিক হ্যান্ডলারদের সাথে যোগাযোগ করেছিল বলে মনে করা হয়। [৮]

আনসারি বলেছেন যে মোহাম্মদ হারিস নামে একজন আফগান ব্যক্তি পাকিস্তানের ওয়াজিরিস্তানে অভিযান পরিচালনা করতে সাহায্য করেছিল, সম্ভবত পাকিস্তানের ইন্টার-সার্ভিস ইন্টেলিজেন্স ডিরেক্টরেটের সহায়তায়। আনসারি যোগ করেছেন যে হামলাকারীরা একটি মেগাফোন, বেশ কয়েক দিনের জন্য পর্যাপ্ত খাবার এবং একে অপরের সাথে এবং পাকিস্তানে তাদের মাস্টারমাইন্ডের সাথে যোগাযোগ রাখার জন্য সেলফোন দিয়ে সজ্জিত ছিল। [৯]

তথ্যসূত্র[সম্পাদনা]