কম্পনজাত ব্যঞ্জনধ্বনি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
(কম্পিত ব্যঞ্জনধ্বনি থেকে পুনর্নির্দেশিত)

কম্পনজাত ব্যঞ্জনধ্বনি সেইসমস্ত ধ্বনিকে বলা হয় যেসমস্ত ধ্বনির উচ্চারণকালে কোনো উচ্চারক একটি উচ্চারণস্থানের কাছে নিকটবর্তী হয়ে স্পন্দন বা কম্পন সৃষ্টি করে। প্রবল বায়ুপ্রবাহে উচ্চারকটি উচ্চারণস্থানটিকে তিন-চারবার আলতোভাবে স্পর্শ করে।

বাংলা ভাষায় কোনও কম্পনজাত ব্যঞ্জনধ্বনি নেই।