কমন সেন্স (পুস্তিকা)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
কমন সেন্স
Common Sense
Pamphlet's original cover
লেখকটমাস পেইন
দেশযুক্তরাষ্ট্র
ভাষাইংরেজি
প্রকাশিতজানুয়ারি ১০, ১৭৭৬
পৃষ্ঠাসংখ্যা৪৮

কমন সেন্স[১] হল টমাস পেইন রচিত একটি ক্ষুদ্র পুস্তিকা বা প্যাম্ফলেট। ১৭৭৫-৭৬ সালে রচিত এই পুস্তিকাটি ১৭৭৬ সালে আমেরিকার জনসাধারনের মাঝে গ্রেট বৃটেনের কাছ থেকে স্বাধীনতা অর্জনে প্রয়োজনে যুদ্ধ করার জন্য অনুপ্রাণিত করেছে। এ পুস্তিকায় সহজ ও সাবলীল ভাষায় স্বাধীনতার তাৎপর্য ও তাৎক্ষণিক প্রয়োজনীয়তার বিষয়টি তুলে ধরা হয়েছে। জানুয়ারি ১০, ১৭৭৬ সালে আমেরিকান বিপ্লবের শুরুতে বেনামে প্রকাশিত এই পুস্তিকাটি তাৎক্ষণাৎ সার্বজনীন হয়ে ওঠে এবং এর বিক্রি আর বিতরণের ব্যাপকতা এতই বিশাল ছিল যে পানশালা থেকে শুরু করে সভা-সমাবেশে এটি উচ্চ স্বরে পাঠ করা হতো।

জর্জ ওয়াশিংটন তাদের সমস্ত সৈন্যবাহিনীকে এটি পড়িয়েছিল, এমনকি যখন ব্রিটিশ সেনারা বোস্টনের চারপাশ ঘিরে রয়েছিল তখনও। সেসময়কার উপনিবেশের জনসংখ্যার (২.৫ মিলিয়ন) অনুপাতে কমন সেন্স ছিল আমেরিকার ইতিহাসে সবচেয়ে বেশি বিক্রিত এবং বিতরণকৃত পুস্তিকা।[২] ২০০৬ সাল পর্যন্ত এটি ছিল আমেরিকার সর্বকালের শ্রেষ্ঠ বিক্রিত প্রকাশনা।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Full title – Common Sense; Addressed to the Inhabitants of America, on the Following Interesting Subjects.
  2. Conway (1893).
  3. Harvey J. Kaye, Thomas Paine And The Promise of America, (New York: Hill and Wang 2005). আইএসবিএন ০-৮০৯০-৯৩৪৪-৮, 43.

বহিঃসংযোগ[সম্পাদনা]