ওসমানি মসজিদ (গ্রিস)

স্থানাঙ্ক: ৩৮°২২′২২.১৭৭″ উত্তর ২৬°৮′১০.০২৮″ পূর্ব / ৩৮.৩৭২৮২৬৯৪° উত্তর ২৬.১৩৬১১৮৮৯° পূর্ব / 38.37282694; 26.13611889
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ওসমানি মসজিদ
ওসমানি মসজিদের সম্মুখভাগ
ধর্ম
অন্তর্ভুক্তিইসলাম
অবস্থানিষ্ক্রিয়,
শিল্প ও সংস্কৃতি চর্চার উদ্দেশ্যে ব্যবহৃত,
সক্রিয় করার দাবি ও প্রচেষ্টা চলমান
অবস্থান
অবস্থানগ্রিস খিয়স, গ্রিস
স্থানাঙ্ক৩৮°২২′২২.১৭৭″ উত্তর ২৬°৮′১০.০২৮″ পূর্ব / ৩৮.৩৭২৮২৬৯৪° উত্তর ২৬.১৩৬১১৮৮৯° পূর্ব / 38.37282694; 26.13611889
স্থাপত্য
ধরনধর্মিয় স্থাপনা
স্থাপত্য শৈলীঅটোম্যান স্থাপত্যশৈলী
সম্পূর্ণ হয়১৮৯২; ১৩১ বছর আগে (1892)
বিনির্দেশ
দৈর্ঘ্য২৫ মিটার
প্রস্থ১৫ মিটার
মিনার

ওসমানি মসজিদ (গ্রিক: Τζαμί Οσμανιγιέ, তুর্কি: Osmaniye Camii ), স্থানীয়ভাবে ফ্রাংগোমাচালা মসজিদ নামে পরিচিত (গ্রিক: Τζαμί του Φραγκομαχαλά, আক্ষ. 'ফ্রাঙ্কিশ কোয়ার্টারের মসজিদ') গ্রিসের খিয়স দ্বীপে অবস্থিত সর্বশেষ টিকে থাকা তিনটি মসজিদের মধ্যে একটি। মসজিদটি ১৮৯২ সালে নির্মিত, খিয়স শহরের পুরাতন দুর্গপ্রাকারের সীমার ভিতরে ফ্রাংগোমাচালা শহরতলির কন্সট্যান্টিনৈ মনোমাচো সড়কের পাশে অবস্থিত। এ শহরতলিতে একসময় তুর্কি সম্প্রদায়ের প্রধান বসতি ছিল।[১]

ইতিহাস[সম্পাদনা]

খিয়স শহর যখন তুর্কি দীপপুঞ্জ ভিলায়েতের রাজধানী ছিল, সেসময় অটোম্যান সম্রাট দ্বিতীয় আব্দুল হামিদের নির্দেশে ১৮৯১ সালে দ্বীপের অপর মসজিদ- হামিদিয়া মসজিদের সাথে যৌথভাবে এটির নির্মাণকাজ শুরু হয়েছিল। পরের বছর ১৮৯২ সালে নির্মাণকাজ শেষ হয়েছিল। মসজিদের সদর দরজার উপর মার্বেল শিলালিপিতে, স্থাপন ও নির্মাণসম্পন্নের তথ্য উল্লেখ করেছে। শিলালিপিটি তুর্কি শিল্পী ফাইজি কর্তৃক নির্মিত। নির্মাণশৈলীর দিক দিয়ে এটির সাথে হামিদিয়া মসজিদের মিল আছে।[১][২]

১৯৮৩ সালের ২১ শে জানুয়ারি মসজিদটিকে আনুষ্ঠানিকভাবে গ্রীক সংস্কৃতি মন্ত্রণালয় দ্বারা দেশটির একটি সাংস্কৃতিক নিদর্শন হিসেবে লিপিবদ্ধ হয়।[১] ফলস্বরূপ, গ্রীক সরকার ১৯৯৭ সালে মসজিদটি মেরামত ও সংস্কার করে এবং প্রদর্শনী এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনের জন্য উপলব্ধ করে। বর্তমানে মসজিদটিতে ইফোরেট রক্ষণাবেক্ষণ গবেষণা এবং বিভিন্ন শিক্ষামূলক কর্মসূচী পালনের জন্য ব্যবহৃত হয়।[২]

স্থাপত্যশৈলী[সম্পাদনা]

ওসমানি মসজিদটি ৮x১০ মিটার আয়তক্ষেত্রাকার জমির উপর নির্মিত, এটির মূল সালাত আদায়ের স্থানের আয়তন ৮x৮ বর্গ মিটার। এটির ছাদ-মেঝে, একটি খালি পোর্ট এবং পশ্চিম পাশে একটি গ্যালারী রয়েছে যা দিয়ে মিনারে গমন করা যায়। মিনারটি অষ্টভুজাকৃতির এবং মসজিদের উত্তর-পূর্ব কোণে অবস্থিত। এছাড়াও, এখানে একটি ঐতিহাসিক তুর্কি ভবন রয়েছে যা মিনারের সাথে যুক্ত এবং এটি মূলত মসজিদের বহিঃভবন যা তুরস্কের শাসনামলে সেবাকক্ষ ছিল।[২]

ওসমানী মসজিদটি একই সময়ে নির্মিত অপর তুর্কি মসজিদ- হামিদিয়া মসজিদ, যা এখনও টিকে আছে, এবং এটির সাথে সমরূপ স্থাপত্যশৈলীর বৈশিষ্ট্যপূর্ণ।[১]

চিত্রশালা[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sakız - Osmaniye Camii"Turkish Ministry of Foreign Affairs - Osmanlı İzleri (Ottoman Traces)। ১৯ আগস্ট ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬ 
  2. "Osmaniye Mosque Description"Greek Ministry of Culture। ২৫ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ জুলাই ২০১৬