এল মার্সল্যান্ড গ্যান্ডার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

লিওনার্ড মার্সল্যান্ড গ্যান্ডার (১৯০২-১৯৮৬), যিনি এল মার্সল্যান্ড গ্যান্ডার নামে লিখেছেন) ছিলেন একজন সাংবাদিক, যুদ্ধ সংবাদদাতা, এবং রেডিও ও টেলিভিশন সংবাদদাতা, প্রধানত ডেইলি টেলিগ্রাফের জন্য। [১] [২] তিনি টেলিভিশন এবং শর্ট-ওয়েভ ওয়ার্ল্ড ম্যাগাজিনের টেলিগসিপ বিভাগেও অবদানকারী ছিলেন। [৩]

১৯৩৫ সালে তিনি ডেইলি টেলিগ্রাফের প্রথম টেলিভিশন সমালোচক হিসেবে নিযুক্ত হন, ইতিমধ্যেই তাদের রেডিও সংবাদদাতা হিসেবে কাগজে কাজ করেছেন। [৪] দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় [২] একজন যুদ্ধ সংবাদদাতা হিসাবে কাজ করেছিলেন এবং ১৯৪৪ সালের মে মাসে মন্টে ক্যাসিনোর যুদ্ধে এবং ১৯৪৫ সালে লিবারেশন অব আমস্টারডামে ছিলেন [৫]

১৯৪৬ সালে গ্যান্ডার দ্য ডেইলি টেলিগ্রাফে রেডিও ও টেলিভিশন সংবাদদাতা এবং সমালোচক হিসাবে তার আগের পোস্টে ফিরে আসেন, ১৯৭০ সালে অবসর গ্রহণের আগ পর্যন্ত কাগজের কর্মীদের মধ্যে ছিলেন। তাঁর আত্মজীবনী আফটার দিস মেনি কোয়েস্টস ১৯৫০ সালে প্রকাশিত হয়। [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Private Papers L Marsland Gander (Documents.6841)"Imperial War Museum। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪ 
  2. Gander, L. Marsland (২২ নভেম্বর ১৯৪৬)। "Cassino: Ypres of the Second Great War": 483–484। ১৬ নভেম্বর ২০২৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৬ নভেম্বর ২০২৩ 
  3. Marsland Gander, L (মার্চ ১৯৩৮)। "Telegossip" (পিডিএফ): 149 – World Radio History-এর মাধ্যমে। 
  4. Dennis Griffiths The Encyclopedia of the British Press, 1422–1992, London & Basingstoke: Macmillan, 1992, pp.258-59
  5. Gander, L Marsland (৭ মে ১৯৪৫)। "The War Illustrated, article of Marsland Gander"War Illustrated। সংগ্রহের তারিখ ১৩ আগস্ট ২০১৪