এলিসাবেথ ম্যাক্সওয়াল্ড

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
এলিসাবেথ ম্যাক্সওয়াল্ড
ব্যক্তিগত তথ্য
স্থানীয় নামElisabeth Maxwald
জাতীয় দলঅস্ট্রিয়া
জন্ম(১৯৬৭-০৬-২১)২১ জুন ১৯৬৭
মৃত্যু৯ জুলাই ২০১৩(2013-07-09) (বয়স ৪৬)
ক্রীড়া
দেশঅস্ট্রিয়া
ক্রীড়াস্কিইং
অক্ষমতার শ্রেণিবিন্যাসবি১
বিভাগ
পদকের তথ্য
মহিলাদের প্যারা-স্কিইংয়ে
 অস্ট্রিয়া-এর প্রতিনিধিত্বকারী
শীতকালীন প্যারালিম্পিক গেমস
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৮৮ ইন্সব্রুক জায়ান্ট স্ল্যালম
স্বর্ণ পদক - প্রথম স্থান ১৯৯৮ নাগানো ৫ কিমি ক্লাসিক্যাল টেকনিক
রৌপ্য পদক - দ্বিতীয় স্থান ১৯৯৮ নাগানো ৩×২.৫ কিমি ব্র্যাকেট
ব্রোঞ্জ পদক - তৃতীয় স্থান ১৯৯৮ নাগানো ৫ কিমি ফ্রি-স্টাইল রেস

এলিসাবেথ ম্যাক্সওয়াল্ড (ইংরেজি: Elisabeth Maxwald, ২১ জুন ১৯৬৭ – ৯ জুলাই ২০১৩) একজন অস্ট্রিয়ান প্যারালিম্পিক স্কিয়ার ছিলেন।[১][২] তিনি ১৯৮৮ সালের শীতকালীন প্যারালিম্পিক গেমসে প্যারালিম্পিক আলপাইন স্কিইংয়ে এবং ১৯৯৮ সালের শীতকালীন প্যারালিম্পিক গেমসে নর্ডিক স্কিইংয়ে অস্ট্রিয়ার প্রতিনিধিত্ব করেন। প্যারালিম্পিকে তিনি মোট চারটি পদক অর্জন করেন, যার মধ্যে দুটি স্বর্ণপদক, একটি রৌপ্যপদক এবং একটি ব্রোঞ্জ পদক।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি ১৯৮৮ সালের শীতকালীন প্যারালিম্পিক গেমসে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ৪ মিনিট ১৮.৪৭ সেকেন্ড সময় নিয়ে জায়ান্ট স্ল্যালমে স্বর্ণপদক জয় করেন (দ্বিতীয় স্থান অধিকারী কারা দানে ৪ মিনিট ৫৯.৬২ সেকেন্ড সময়ে এবং তৃতীয় স্থান অধিকারী সুজানা হেরেরা ৫ মিনিট ৩০.৪১ সেকেন্ড সময়ে স্কিইং শেষ করেন)।[৪] তবে, মহিলাদের ডাউনহিল বি১ ইভেন্টে তিনি ডিসকোয়লিফাইড হয়ে যান।

তিনি নাগানোতে অনুষ্ঠিত ১৯৯৮ সালের শীতকালীন প্যারালিম্পিক গেমসেও অংশগ্রহণ করেন। সেখানে তিনি নর্ডিক স্কিইংয়ের ৫ কিলোমিটার ক্লাসিক টেকনিক রেসে জার্মান অ্যাথলিট ভেরেনা বেন্তেলে এবং রুশ ক্রীড়াবিদ লিউবভ পানিনিখের চেয়ে এগিয়ে থেকে স্বর্ণপদক জয় করেন।[৫] তিনি ৩x২.৫ কিমি ব্র্যাকেটে গ্যাব্রিয়েল বার্গোফার এবং রেনাটা হোনিশের সাথে যৌথভাবে রৌপ্যপদক জয় করেন।[৬] এছাড়াও তিনি ৫ কিমি ফ্রিস্টাইল রেসে ব্রোঞ্জ পদক লাভ করেন।[৭]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ওয়েনিঙ্গার, বাস্তিয়ান (৩ সেপ্টেম্বর ২০২০)। "ম্যাক্সওয়াল্ড এলিসাবেথ"অস্ট্রীয় প্যারালিম্পিক কমিটি (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  2. "Abschied von Elisabeth Maxwald" [এলিসাবেথ ম্যাক্সওয়াল্ডের বিদায়]। behindertensport-wien.at (জার্মান ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  3. "Elisabeth Maxwald - Alpine Skiing, Nordic Skiing | Paralympic Athlete Profile" [এলিসাবেথ ম্যাক্সওয়াল্ড - আলপাইন স্কিইং, নরডিক স্কিইং | প্যারালিম্পিক অ্যাথলেট প্রোফাইল]। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০ নভেম্বর ২০২২ 
  4. "Innsbruck 1988 - alpine-skiing - womens giant slalom-b1" [ইনসব্রুক ১৯৮৮ - আলপাইন স্কিইং - মহিলাদের জায়ান্ট স্ল্যালম-বি১]। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ 
  5. "Nagano 1998 - cross-country - womens-5-km-classical-technique-b1" [নাগানো ১৯৯৮ - ক্রস কান্ট্রি - মহিলাদের ৫ কিমি ক্ল্যাসিক্যাল টেকনিক - বি১]। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ 
  6. "Nagano 1998 - cross-country - womens-3x2.5-km-relay-open" [নাগানো ১৯৯৮ - ক্রস কান্ট্রি - মহিলাদের ৩x২.৫ কিমি রিলে ওপেন]। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ 
  7. "Nagano 1998 - cross-country - womens-5-km-free-technique-b1" [নাগানো ১৯৯৮ - ক্রস কান্ট্রি - মহিলাদের ৫ কিমি ফ্রি টেকনিক - বি১]। আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটি (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১২ ডিসেম্বর ২০২২ 

বহিঃসংযোগ[সম্পাদনা]