উইকিপিডিয়া আলোচনা:বিজ্ঞান এডিটাথন ২০২৪/নিবন্ধ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

একটি নিবন্ধের গ্রহনযোগ্যতা সম্পর্কে[সম্পাদনা]

@খাঁ শুভেন্দু আমি এই তালিকা থেকে Cosmogony নিবন্ধটির পাশে red link দেখতে পেয়ে সৃষ্টিতত্ব নিবন্ধটি অনুবাদ করে তৈরি করেছিলাম। কিন্তু দূর্ভাগ্যবশত সৃষ্টিতত্ব শিরোনামটির বানান ভুল ছিল (আসলে তালিকায় দেয়া বানানটিই ভুল ছিল) এবং আমি এটি স্থানান্তর কারার চেষ্টা করি, তবে তখন জানতে পারি যে এ নামে একটি পাতা ইতিমধ্যেই বিদ্যমান আছে, যা সৃষ্টিবাদ নিবন্ধের পুননির্দেশ পাতা ছিল। তবে যেহেতু সৃষ্টিবাদ আর সৃষ্টিতত্ত্ব সম্পূর্ণ ভিন্ন বিষয়, তাই আমি সৃষ্টিতত্ত্ব নিবন্ধের পুননির্দেশ বাতিল করে সেখানে সৃষ্টিতত্ব নিবন্ধের বিষয়বস্তুগুলো যোগ করে দিই এবং সৃষ্টিতত্বকে সৃষ্টিতত্ত্ব-এ পুননির্দেশ করে দিই। এখন, আমার প্রশ্ন হচ্ছে যেহেতু সৃষ্টিতত্ত্ব পাতাটি পূর্বেই বিদ্যমান ছিল (পুননির্দেশ পাতা হিসেবে), কিন্তু এর বিষয়বস্তু সম্পূর্ণটা আমার দেওয়া, সেক্ষেত্রে এটি উক্ত এডিটাথনের জন্য গ্রহণযোগ্য হবে কিনাতানভীর (আলাপঅবদান) ১৩:০১, ৬ জানুয়ারি ২০২৪ (ইউটিসি)উত্তর দিন