উইকিপিডিয়া আলোচনা:বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনার নিবন্ধ প্রতিযোগিতা/ভূমিকা

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নিবন্ধ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী অনেকেই নিবন্ধ লেখার নিয়ম ‘৩০০ শব্দ’ থেকে কমিয়ে বা কথাটি বাদ দিয়ে আরও উপযুক্ত কোন বাক্য দিতে অনুরোধ করেছিলেন। কারণ বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সম্পর্কে প্রায়ই ৩০০ শব্দ লেখার মত তথ্য পাওয়া যায় না। সেক্ষেত্রে নিয়ম কিছুটা শিথিল করে কোন নিবন্ধটি গৃহীত হবে বা কোনটি গৃহীত হবে না সেটি লেখার গুণগত মান, লেখার ধরণ দেখে সম্পূর্ণ অভিজ্ঞ পর্যালোচকদের উপর ছেড়ে দেওয়া যেতে পারে। এটাতে আপনাদর মতামত আশা করছি।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৪:১২, ৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন

অব্যাখাত বিষয়বস্তু এবং ব্যক্তিগত মন্তব্য মুছে ফেলে নিবন্ধ তে যদি আসলেই প্রেজেন্টেবল কোন ম্যাটেরিয়াল থাকে তাহলে সেটাকে গ্রহন করা যেতে পারে।--Nahid Hossain (আলাপ) ১৬:১৩, ৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
 সমর্থন-শাহাদাত সায়েম (আলাপ) ১৬:৪৭, ৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
দুর্বল  সমর্থন। একে বারে কিছু না থাকার চেয়ে প্রত্নতাত্ত্বিক নিয়ে উইকিতে অল্প কিছু থাকা ভালো। তাই গ্রহণ করা যায়। তবে আমার চার-পাঁচটি ১৫০/২০০ শব্দের নিবন্ধ আরেকজনের একটি সম্পূর্ণ নিবন্ধের থেকে বেশি গুরুত্ব পেতে পারে না। এ ক্ষেত্রে পুরস্কার-এ কিছু সংশোধনী আনা দরকার। --আফতাব (আলাপ) ১৭:১৬, ৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন
আফতাবের পয়েন্টে আমিও সম্পূর্ণ একমত তবে প্রতিযোগিতা শুরুর পর পুরস্কারের ব্যাপার ও নিয়মে উল্লেখযোগ্য পরিবর্তন ব্যাপারটা খারাপ দেখায়। যেহেতু নিয়মিত অভিজ্ঞ ব্যবহারকারীরাই নিবন্ধ পর্যালোচনা করছেন ও করবেন সেহেতু নিবন্ধ গুণগত মান ঠিক থাকলেই তাদের জাজমেন্টের উপর ব্যাপারটি ছেড়ে দেওয়া যায়।--যুদ্ধমন্ত্রী আলাপ ১৭:৩৪, ৫ অক্টোবর ২০১৬ (ইউটিসি)উত্তর দিন