উইকিপিডিয়া আলোচনা:আজকের নির্বাচিত ছবি

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ৩ বছর পূর্বে "ছবি নির্বাচন" অনুচ্ছেদে

ধন্যবাদ[সম্পাদনা]

নির্বাচিত ছবি পাতাটি বেশ কয়েকদিন যাবত শো করছিলো না। অনেক অনেক ধন্যবাদ এটাকে ফিক্স করার জন্য।

ছবি নির্বাচন[সম্পাদনা]

@আফতাবুজ্জামান: ছবি নির্বাচনের নিয়মাবলীটি আমার কাছে একটু আজব লাগলো। আমি বুঝতে পারি যে বাংলা উইকিপিডিয়ার ব্যবহারকৃত অধিকাংশ লোকই ভারত এবং বাংলাদেশ থেকে, অন্য দেশ বা জায়গার ছবি কেন নয়? অন্যান্য ভাষার উইকিপিডিয়ায় গিয়ে দেখায় তো মনে হয় তাদের এই নিয়মাবলী নেই। — 50-Man🦸🏽 (আলাপ) ১৫:২৫, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন

@আফতাবুজ্জামান: আমার মাথায়ও কথাটা ঘুরপাক খাচ্ছে। বাংলা ভাষাভাষী মানুষ তো বিশ্বের বহু দেশে বিস্তৃত। তাই বিভিন্ন দেশের ছবিগুলো কি আজকের নির্বাচিত ছবিতে অন্তর্ভুক্ত করা উচিত নয় কি? সাজিদআলাপ ১৫:৫০, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@50-Man এবং ShazidSharif: বাংলাদেশ ও পশ্চিমবঙ্গ থেকে বাংলা উইকিপিডিয়া সবচেয়ে বেশি দেখা হয়। এই কারণেই এই দুই দেশকে প্রাধান্য। তবে এই দুই দেশের বাইরে যে ছবি দেওয়া যাবে না এমন বলা নেই। পূর্ববর্তী ছবির আর্কাইভ পাতাগুলি দেখলেই দেখবেন অন্যান্য দেশ, বিষয় নিয়ে ছবি দেওয়া হয়। --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:৪২, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: আমি মূলত এই অংশটি পড়ে বিভ্রান্ত হয়ে যাই। সম্ভবত, গদ্য রচনার কারণে। এছাড়াও, আমি খেয়াল করে দেখলাম বাংলা উইকিপিডিয়ায় প্রধান পাতায় নির্বাচিত তালিকা সংযুক্ত নেই। সেটা কি সংখ্যায় অল্প থাকার কারণে? — 50-Man🦸🏽 (আলাপ) ১৮:১৬, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন
অনেকটা তাই। বাংলা উইকিতে নির্বাচিত তালিকা আছে মোটে ২টি।--আফতাবুজ্জামান (আলাপ) ১৮:২৮, ২৬ মার্চ ২০২১ (ইউটিসি)উত্তর দিন