উইকিপিডিয়া:উইকিপ্রকল্প অলিম্পিকস/রচনাশৈলী নির্দেশনা (গেমস সংক্ষেপ – রাষ্ট্রসমূহ)

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

এই রচনাশৈলী নির্দেশনা (গেমস সংক্ষেপ – রাষ্ট্রসমূহ) উইকিপ্রকল্প অলিম্পিকস-এর অংশ হিসাবে কোনো একটি নির্দিষ্ট অলিম্পিকস অথবা প্যারালিম্পিক গেমসে (যদিও প্যারালিম্পিক সম্পর্কিত নিবন্ধ বর্তমানে বাংলা উইকিপিডিয়াতে অপ্রতুল) অংশগ্রহণকারী কোনো জাতীয় অলিম্পিক কমিটির (এখন থেকে উল্লেখ করা হবে "জাতি" বা "রাষ্ট্র" হিসাবে) প্রতিযোগীদের অংশগ্রহণের ফলাফলের বর্ণনাকারী নিবন্ধগুলির সামঞ্জস্য বজায় রাখার জন্য তৈরী করা হল। এই নিবন্ধগুলি আপাতত নিম্নোক্ত বিষয়শ্রেণীতে বিভক্ত: গ্রীষ্মকালীন অলিম্পিকে দেশসমূহ এবং শীতকালীন অলিম্পিকে দেশসমূহ

সারাংশ[সম্পাদনা]

অলিম্পিকস বা প্যারালিম্পিক গেমসে কোনো রাষ্ট্রের অংশগ্রহণের বিবরণ সম্বলিত নিবন্ধগুলিতে তিনটি গুরুত্বপূর্ণ অংশ অবশ্যই রাখতে হবে:

  • সংশ্লিষ্ট রাষ্ট্রের একটি তথ্যছক টেমপ্লেট, যেখানে পদকের সংখ্যা, পতাকা বাহকের নাম এবং অন্যান্য বছরের গেমসে অংশগ্রহণের পাতার সংযোগ বা লিঙ্ক একত্রে দেওয়া থাকবে;
  • একটি পদকতালিকা পরিচ্ছেদ, যাতে সংশ্লিষ্ট অলিম্পিকে ঐ রাষ্ট্রের পদকবিজয়ীদের তালিকা থাকবে (কোনো একটি অলিম্পিকে যে সকল রাষ্ট্র কোনো পদক লাভ করতে সক্ষম হবে না, সে ক্ষেত্রে এই পরিচ্ছেদ পরিহার করা যেতে পারে);
  • একটি ক্রীড়ানুসারে ফলাফল পরিচ্ছেদ, যাতে প্রত্যেকটি ক্রীড়ায় সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিযোগীর ফলাফলের হিসাব দিতে হবে।