উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২৩/উইকিপিডিয়া দিবস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

২৭ জানুয়ারি বাংলা উইকিপিডিয়া ১৯তম বর্ষপূর্ণ করে। এই উপলক্ষ্যে এই সম্পাদনা এডিটাথনের আয়োজন। এই এডিটাথন ২৯ জানুয়ারি পর্যন্ত চলবে।

নিয়মাবলি[সম্পাদনা]

একটাই নিয়ম, দয়া করে যান্ত্রিক অনুবাদ করবেন না।

নিবন্ধ তালিকা[সম্পাদনা]

(আপনি যদি এখানে দেওয়া নাম থেকে ভিন্ন নামে নিবন্ধ তৈরি করেন, পুনর্নির্দেশ দিতে ভুলবেন না। এই তালিকাটি পরামর্শমূলক, আপনি আপনার পছন্দমত যেকোন বিষয় নিয়ে লিখতে পারেন।)

পুরস্কার[সম্পাদনা]

সর্বোচ্চ শব্দ যোগকারী* ৩ জনকে একটি সামান্য পুরস্কার দেওয়া হবে (মোবাইল রিচার্জ অথবা উপহার ভাউচার হিসেবে)।

*সর্বোচ্চ শব্দ যোগকারী বলতে বুঝানো হচ্ছে যে, কেউ যদি ১০০ শব্দের তিনটি নিবন্ধ লিখেন (১০০x৩ = ৩০০) আর কেউ যদি ৫০০ শব্দের একটি নিবন্ধ লিখেন, তবে বেশি শব্দ যোগের বিবেচনায় ৫০০ শব্দের নিবন্ধ লিখিত ব্যক্তিকে প্রথম ধরা হবে। কেননা তিনি ২০০ শব্দ বেশী যোগ করেছেন।