উইকিপিডিয়া:অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন/ভূমিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
বাংলা উইকিপিডিয়া বিশেষ এডিটাথন ২০২০

বর্তমানে করোনা ভাইরাসের মহামারীতে জনসাধারণকে বাসায় থাকতে উৎসাহিত করতে এবং এই সময়টিকে কার্যকরভাবে ব্যবহারের উদ্দেশ্যে ২০২০ সালের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ৩০ দিন ধরে এই অনলাইন এডিটাথনের আয়োজন করা হয়েছে। যেকোন সমস্যা বা আলোচনায় এখানেও বার্তা রাখতে পারেন। মূলত বাংলাপিডিয়ায় রয়েছে এমন কিছু নিবন্ধ যেগুলো বাংলা উইপিডিয়ায় নেই সেগুলো তৈরি ও মানোন্নয়ন করাই এই এডিটাথনের উদ্দেশ্য।

অংশগ্রহণের ধাপসমূহ
১. এই তালিকা থেকে আপনার পছন্দমতো একটি নিবন্ধ বেছে নিন ও পাতাটিতে কাজ করা শুরু করুন।
২. পাতাটি শুরু করার সময় পাতার একেবারে উপরে {{কাজ চলছে/বিশেষ এডিটাথন ২০২০}} যোগ করুন।
৩. তালিকা পাতায় উৎস সম্পাদনায় ক্লিক করে কাজ করছেন = <আপনার ব্যবহারকারী নাম> যোগ করুন।
৪. নিবন্ধের উপর কাজ করা শেষ হলে জমা দিতে চাইলে মূল নিবন্ধ থেকে তালিকা পাতায় গিয়ে জমাদানকৃত = হ্যাঁ লিখুন
৫. জমাদান শেষে মূল নিবন্ধ থেকে {{কাজ চলছে/বিশেষ এডিটাথন ২০২০}} টেমপ্লেটটি সরিয়ে দিন।
ঐচ্ছিক: আপনি চাইলে আপনার তৈরিকৃত নিবন্ধের আলাপ পাতায় নিচের দুইটি টেমপ্লেট যোগ করে দিতে পারেন:
{{আলাপ পাতা}}
{{অনলাইন এডিটাথন/২০২০/বিশেষ এডিটাথন}}
  • সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া প্রথম তিনজনকে ক্রেস্ট প্রদান করা হবে।
  • সর্বোচ্চ নিবন্ধ গৃহীত হওয়া দশজন অংশগ্রহণকারীকে মুদ্রিত সার্টিফিকেট প্রদান করা হবে।
  • ন্যূনতম তিনটি নিবন্ধ গৃহীত হলে ডিজিটাল সার্টিফিকেট প্রদান করা হবে।
  • অন্তত একটি নিবন্ধ গৃহীত হলে উইকিপদক প্রদান করা হবে।
সাধারণ নিয়মাবলী
প্রাথমিক নিয়ম
  • নিবন্ধ তৈরির সময় আপনাকে অবশ্যই আপনার উইকিপিডিয়া অ্যাকাউন্টে প্রবেশকৃত বা লগ-ইনকৃত অবস্থায় থাকতে হবে; আইপি থেকে সম্পাদিত বা তৈরিকৃত নিবন্ধ গ্রহণযোগ্য নয়।
  • এই তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরি করতে পারেন কিংবা পুরাতন নিবন্ধের মানোন্নয়ন করতে পারেন।
  • ১ এপ্রিল ২০২০ থেকে ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত সময়ের মধ্যে তৈরিকৃত বা সম্প্রসারিত নিবন্ধগুলোই কেবল জমা দিতে পারবেন।
  • কোনো প্রকার সূত্র থেকে কপিরাইট লঙ্ঘন, কপি-পেস্ট, বা সামান্য ঘুরিয়ে লেখা গ্রহণযোগ্য নয়।
নিবন্ধের আকার ও মান
  • নতুন তৈরিকৃত নিবন্ধের ক্ষেত্রে তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে নিবন্ধের শব্দসংখ্যা কমপক্ষে ১,০০০ হতে হবে।
  • ইতোমধ্যেই তৈরিকৃত নিবন্ধের সম্প্রসারণের ক্ষেত্রে, তথ্যছক, বিভিন্ন সংযোগ বা লিংক ইত্যাদি বাদে বিদ্যমান নিবন্ধের শব্দসংখ্যা অন্তত ১,০০০ শব্দ বা তার বেশি বৃদ্ধি করতে হবে।
  • তালিকা থেকে নতুন নিবন্ধ তৈরির ক্ষেত্রে আপনি যদি অনুবাদ করেন, এবং মূল নিবন্ধ সুলিখিত হলে তা পুরোটা অনুবাদের চেষ্টা করুন। যেহেতু মান উন্নয়ন এই এডিটাথনের একটি অন্যতম উদ্দেশ্য তাই পাঠক যাতে বিষয়বস্তু সম্পর্কে সুন্দর ধারণা পান সেটি নিশ্চিত করার চেষ্টা করুন। এ বিষয়ে আগাম কোনো জিজ্ঞাসায় আলাপ পাতায় বার্তা রাখতে পারেন বা পরবর্তীতে পর্যালোচকের নির্দেশনা অনুসরণ করুন।
  • নিবন্ধে অবশ্যই উপযুক্ত তথ্যসূত্র থাকতে হবে; নিবন্ধে সন্দেহজনক বা বিতর্কিত বক্তব্যগুলো সেই নিবন্ধের তালিকাভুক্ত উদ্ধৃতি অনুযায়ী যাচাইযোগ্য হতে হবে।
  • কোনো প্রকার যান্ত্রিক অনুবাদ বা গুগল অনুবাদ গ্রহণযোগ্য নয়। সেক্ষেত্রে নিবন্ধটি অপসারণ করা হতে পারে।
  • পর্যালোচনার সময় নিবন্ধের বিষয়বস্তুর ভারসাম্য, বিশ্বকোষীয় ধাঁচের ওপর জোর দেওয়া হবে।
নিবন্ধ তৈরি ও সাময়িক সংরক্ষণ
  • প্রত্যেক ব্যবহারকারী যত খুশি নিবন্ধ তৈরি করতে পারবেন।
  • কোনো ব্যবহারকারী একই সাথে তিনটির অধিক নিবন্ধ তৈরি বা সম্প্রসারণের জন্য সংরক্ষণ করে রাখতে পারবেন না।
  • সম্প্রসারণের জন্য সংরক্ষিত নিবন্ধ তিন দিন পর্যন্ত উল্লেখযোগ্য কোনো সম্পাদনা না করলে তা অন্য ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হয়ে যাবে।