উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/রোলব্যাক/২০২২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Josh Katz 12[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমার প্রতিদিনের সম্পাদনার কাজে খুবই প্রয়োজনীয় এই রোলব্যাকার Josh Katz 12 (আলাপ) ১৬:৩০, ৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি উইকিপিডিয়া:রোলব্যাক অভিজ্ঞ ব্যাবহারকারী যারা ধ্বংসপ্রবণতা রোধে কাজ করেন তাদের সাধারণত দেওয়া হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১৬:৫১, ৫ মার্চ ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

MdaNoman [সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়াতে ধ্বংসপ্রবনতার বিরুদ্ধে অনেক সক্রিয়। যার প্রমাণের মধ্যে এটি রয়েছে। শুধু তাই নয় আমি yahya ভাইয়ের twinklemobile ব্যবহার করেও ধ্বংসপ্রবনতার বিরুদ্ধে কাজ করি। এখন SWViwer ব্যবহারে আগ্রহী। এজন্য অধিকার পেতে আগ্রহী ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৩:৫২, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

@MdaNoman শুধু SWViewer ব্যবহার করতে রোলব্যাক অধিকার চান? এই সম্পাদনার ব্যাপারে আপনার বক্তব্য কী? এটা ধ্বংসপ্রবণতা? — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১৭:১০, ১৪ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya না, এটা ধ্বংসপ্রবণতা নয়। শুধু SWViewer নয়। script ব্যবহার করে ধ্বংসপ্রবণতার বিরদ্ধে কাজ করতে অনেক অসুবিধা হয়। আমি শুধু মাত্র মোবাইলআনডু এর কথা উল্লেখ করেছি।twinklemobile দিয়ে আমি বেশিরভাগ সময় কাজ কিরে থাকি। যার প্রমানের এক অংশ দ্রুত অপসারন লগে পাবেন।~ নোমান (📨আলাপ📝অবদান) ০৬:০৩, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@MdaNoman যদি ধ্বংসপ্রবণতা না হয়, তাহলে সম্পাদনা বাতিলের সময় সম্পাদনা সারাংশে কিংবা ব্যবহারকারীর/আইপির আলাপ পাতায় কারণ ব্যাখ্যা করা উচিত। সেটা আপনি করেন নি। কেন? একই আইপির একইরকম অনেকগুলো সম্পাদনা বাতিল করলেও কোনও কারণ উল্লেখ করেননি। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:২৩, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
@Yahya আমি সম্ভবত উনার ৭-৮ টি সম্পাদনা বাতিল করেছি। আইপির আলাপ পাতাতে বার্তা না দেওয়ার অনেক আলাপ সম্পর্কে আমি অবগত আছি। আর কারিগরি ত্রুটির কারনে সম্পাদনা বাতিলের সময় সারাংশ দিতে পারিনি। ~ নোমান (📨আলাপ📝অবদান) ১৪:০৩, ১৫ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
আইপি বেশ পরিবর্তন হয়, তাই অনেকে আইপিকে বার্তা দিতে কম আগ্রহী। তবে গঠনমূলক সম্পাদনা বাতিলে (সম্পাদনা সারাংশে বা প্রাসঙ্গিক কোনো আলাপ পাতায়) ব্যাখ্যা দেয়ার একটা দায় থাকে, যেটা অগঠনমূলক সম্পাদনা বাতিলে থাকে না। আশা করি আপনি পার্থক্যটা বুঝবেন এবং টহলকারী হিসেবে বাংলা উইকিপিডিয়ায় সুদীর্ঘকাল সক্রিয় থাকবেন। — AKanik 💬 ০৫:২৬, ১৬ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]
 করা হয়নি ধ্বংসপ্রবণ সম্পাদনা রোধে আরও কিছুদিন কাজ করুন এবং পরবর্তীতে পুনরায় আবেদন করুন। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ১২:২৭, ১৬ জুলাই ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

Arabi Abrar[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

অনেক সময় আইপি ব্যবহারকারী বা নতুন নিবন্ধিত ব্যবহারকারী দ্বারা নিবন্ধে ধ্বংসপ্রবণতা/পরীক্ষামূলক সম্পাদনা চলতে থাকে।

আমি পূর্বাবস্থায় ফেরত বোতামের মাধ্যমে ধ্বংসপ্রবণতা প্রতিরোধ করার চেষ্টা করে থাকি, তবে বর্তমানে রোলব্যাক ব্যবহারের প্রয়োজনীয়তা উপলব্ধি করছি।

আমি উইকিপিডিয়া:রোলব্যাক পড়েছি এবং কখন রোলব্যাক করতে হয় এবং কখন করা উচিত না তা সম্পর্কে অবগত আছি। আবরার‌ ১০:০২, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। @Arabi Abrar আপনি ২২টি সম্পাদনা পূর্বাবস্থায় নিয়েছেন, যার মধ্যে আবার অধিকাংশ আপনার নিজের সম্পাদনা। আমি আশা করছি, কয়েকমাস ধ্বংসপ্রবণতাবিরোধী কাজ করে আবার আবেদন করবেন। এই সময়ে সম্পাদনা বাতিল করতে টুইংকল মোবাইল (যেহেতু আপনি মোবাইল ব্যবহারকারী) অথবা এখানে থাকা স্ক্রিপ্টগুলো ব্যবহার করতে পারেন। — ইয়াহিয়া (আলাপঅবদান) - ১২:৫০, ১৬ আগস্ট ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

YIEW[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি প্রধানত সাম্প্রতিক পরিবর্তন এ বেশি কাজ করছি টুইংকেল ব্যবহার করে কিন্তু যদি রোলব্যাক অধিকারটি পাই তাহলে আরও ভালো করে কাজটি করতে পারব। YIEWI talk ০৫:১৯, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি, হ্যাট কালেক্টিং ও অধিকার পাওয়ার যোগ্য নয়। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:৩৮, ১৩ ডিসেম্বর ২০২২ (ইউটিসি)[উত্তর দিন]