উইকিপিডিয়া:অধিকারের আবেদন/ব্যর্থ/ফাইল স্থানান্তরকারী/২০১৯

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

Nafiur14[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

বাংলা উইকিপিডিয়ায় আমি ১০০+ ছবি দিয়েছি। আমি ছবিগুলোর লাইসেন্স সম্পর্কে অবগত এবং অভিজ্ঞ মনে করি। অনেক ক্ষেত্রে ছবির নাম পরিবর্তন এর প্রয়োজন হয়। এর জন্য আবেদন করা হলে তা হতে অনেক দেরি হয়। কিছু ক্ষেত্রে তা ৪-৫ দিন পার হয়ে যায়। আমি যদি এই অধিকারটি পাই তা হলে ব্যপারটি সহজ হবে। একজন মহাপুরুষ (আলাপ) ০৬:১৫, ১৮ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]

@Nafiur14: ছবির নাম পরিবর্তনের কোন অনুরোধ দেখতে পাচ্ছি না। --আফতাব (আলাপ) ০১:৩২, ২৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: সেগুলো দেখলাম পরিবর্তন হয়েছে।একজন মহাপুরুষ (আলাপ) ১৫:৩৩, ২৪ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@Nafiur14: আমি বলতে চেয়েছি আপনাকে এখনো ছবির নাম পরিবর্তনের কোন অনুরোধ করতে দেখেনি। আমার মতে আগে আপনার কিছু চিত্রের নাম পরিবর্তনের (যেখানে দরকার) অনুরোধ করা উচিত। --আফতাব (আলাপ) ০২:৪৯, ২৬ ডিসেম্বর ২০১৮ (ইউটিসি)[উত্তর দিন]
@আফতাবুজ্জামান: ১৫০+ ছবি আপলোড করেছি এবং নিয়মিত আরও করছি এই হিসেবেও কি পেতে পারি না?
এখনকার মত  করা হয়নি। কিছু চিত্রের নাম পরিবর্তনের অনুরোধ করুন, আপনি নামকরণ নীতিমালা বুঝতে পেরেছেন তা দেখান তারপর আবেদন করুন। --আফতাবুজ্জামান (আলাপ) ০২:৪৮, ১৪ জানুয়ারি ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

তৌফিক সুলতান[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

যে কারণে আমি এই অধিকার পেতে ইচ্ছুক। আমি অনেক দিন যাবত উইকিপিডিয়ার সাথে যুক্ত আছি। আমি এখন উইকিপিডিয়ার নীতিমালা সম্পর্কে অবগত। তাছাড়া উইকিপিডিয়াতে কাজকরে আমার খুবই ভালো লাগে তাই উইকিপিডিয়া কে আরও সাহায্য সহযোগিতা করার জন্য এবং অভিজ্ঞতা জ্ঞান অর্জনের জন্য আমি এই অধিকার পেতে ইচ্ছুক। TowfiqSultan (আলাপ) ০৫:২১, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি। আপনি গণহারে সবগুলো অধিকারের আবেদন করেছেন অর্থাৎ অধিকারগুলো কি কাজে লাগে সে সম্পর্কে দয়া করে প্রথমে পড়ুন এবং প্রয়োজন অনুসারে অধিকারগুলো প্রদান করা হয়। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ০৬:৩৯, ১ জুলাই ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

MustafaKamal[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী নিবন্ধটি পড়ে এ অধিকার নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করছি। এ অধিকারটি পেলে এর নীতিসমূহ মেনে উইকিপিডিয়াকে সমৃদ্ধ করার কাজ সহজে করে যেতে পারব বলে আশা করছি। MustafaKamal (আলাপ) ১৮:১৮, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

 করা হয়নি যে কোন অধিকার পাওয়ার পূর্বে সেটির প্রয়োজনীয়তা দেখাতে হয়। অধিকারগুলো প্রয়োজন অনুসারে দেওয়া হয় ভবিষ্যতে কাজে লাগবে এটার ভিত্তি নয়। আপনার সম্পাদনায় এই লেখা পর্যন্ত একটিও চিত্র নামস্থানে কোন সম্পাদনা নেই। দয়া করে, চিত্রের নাম পরিবর্তনের জন্য নিয়মিত আবেদন করুন। তারপর, অভিজ্ঞতা অর্জন করলে পুনরায় আবেদন করুন। ধন্যবাদ। ~ যুদ্ধমন্ত্রী আলাপ ২০:৫০, ২০ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

Nokib Sarkar[সম্পাদনা]

  • অনুরোধের অবস্থা:    ব্যর্থ

আমি উইকিপিডিয়ায় নিয়মিত সম্পাদনা করি। সম্পাদনা করতে গিয়ে কিছু কিছু সময়ে দেখি কিছু ফাইলের নামে ঝামেলা রয়েছে। কিন্তু অধিকারের অভাবে ঠিক করতে পারি না। তাই আমি ফাইল স্থানান্তরের অধিকারের মাধ্যমে বাংলা উইকিপিডিয়ায় ভুল নামে আপলোডকৃত চিত্রের নাম পরিবর্তন করতে চাই। এছাড়া ইংরেজি বানানে যে ফাইলগুলো রয়েছে সেগুলোতে বাংলায় অনুবাদ কিংবা বাংলা ভাষায় স্থানান্তর করতে চাই -ধন্যবাদ নকীব সরকার বলুন... ১১:৩৮, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]

@Nokib Sarkar: আপনার এখনো চিত্র স্থানান্তরের কোনো অনুরোধ নেই, চিত্র সম্পকে আপনার আরো অনেক অভিজ্ঞতার প্রয়জন। নিয়মিত সম্পাদন করুন এবং স্থানান্তরের অনুরোধ করুন, অভিজ্ঞতার ভিক্তিতে আপনি অব্যশই এই অধিকারটি পারবে। বিস্তারিত জানতে উইকিপিডিয়া:ফাইল স্থানান্তরকারী দেখুন। জনি (আলাপ) ১৫:৪৭, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]
আমি আপনাকে সমর্থন করছি। উল্লেখ্য আমি ফাইল স্থানান্তরকারী সম্পর্কে পড়েছি। তবে আমি মনে করি আমার আরো অভিজ্ঞতার প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ। আমি প্রত্যাহার করছি।নকীব সরকার বলুন... ১৫:৫০, ২৮ সেপ্টেম্বর ২০১৯ (ইউটিসি)[উত্তর দিন]