ঈশ্বু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ঈশ্বু
(Ishu)
পরিচালকউৎপল বরপূজারী
প্রযোজকChildren’s Film Society
রচয়িতাউৎপল বরপূজারী
সুরকারঅনুরাগ শইকীয়া
চিত্রগ্রাহকসুমন দুয়রা
সম্পাদকএ শ্রীকর প্রসাদ
স্থিতিকাল৯০ মিনিট
দেশভারত
ভাষাঅসমীয়া

”ঈশ্বু” (Ishu) উৎপল বরপূজারী দ্বারা পরিচালিত একটি অসমীয়া ভাষার চলচ্চিত্র৷ এই চলচ্চিত্রটির মূল কাহিনী মণিকুন্তলা ভট্টাচার্যের একই নামের একটি উপন্যাসের উপর আধারিত৷ চলচ্চিত্রটি গোয়ালপাড়া জেলার একটি মধ্যের গাঁওয়ের ঈশ্বু নামের শিশুর দৃষ্টিতে আসামের ডাইনী হত্যার সমস্যা প্রতিফলন করেছে৷ চলচ্চিত্রটি আঞ্চলিক ভাষার শ্রেষ্ঠ চলচ্চিত্রের জাতীয় পুরস্কার লাভ করেছে৷ [১]

কাহিনী[সম্পাদনা]

আসামের একটি মধ্যের উপজাতি গাঁওতে ঈশ্বর প্রসাদ রাভা বা ঈশ্বু বাস করে৷ ঈশ্বুর বয়স প্রায় দশ বছর৷ মা-বাবা, কাকা এবং দিদিমার মরমের মধ্যে বন্ধুবর্গ, ভালু বা পোহনীয়া কুকুরটির সাথেই ঈশ্বুর জীবন৷ নিকটস্থ অম্বিকা জেঠীর সাথে ঈশ্বুর আন্তরিকতাপূর্ণ সম্পর্ক৷ কিন্তু ঈশ্বুর এই সহজ-সরল জীবনের গতিতে একদিন বাধা পড়ে৷ গাঁওয়ের বেজ এবং ঈশ্বুর অন্য একজন জেঠী ভদ্রেশ্বরী অভিসন্ধি করে অম্বিকাকে ডাইনী বলে প্রচার করে৷ এর কারণ, অম্বিকার দেয়া বনৌষধি ব্যবহার করে গাঁওয়ের লোকদের রোগব্যাধি নিরাময় হওয়ায় বেজ অম্বিকাকে নিজের প্রতিদ্বন্দ্বী বলে গণ্য করতে থাকে৷ ভদ্রেশ্বরী এই অভিসন্ধিতে জড়িত হওয়ার মধ্যে স্বার্থ ছিল অকালে বিধবা হওয়া অম্বিকার সম্পত্তি আত্মাসাৎ করা৷ অন্ধবিশ্বাসী এবং অশিক্ষিত গঞা দুজনের কথায় পড়ে অম্বিকার ঘর জ্বালিয়ে দেয়৷ অম্বিকা গাঁও থেকে নিরুদ্দেশ হয়৷ [২]

চরিত্র[সম্পাদনা]

পুরস্কার এবং সম্মান[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]