ইসলামী ঐক্য আন্দোলন

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামী ঐক্য আন্দোলন আল্লাহ্‌র জমীনে আল্লাহ্‌র দ্বীন কায়েমের লক্ষ্যে পরিচালিত নবুয়াতি ধারার আন্দোলন।এটি প্রচলিত অর্থের কোন ইসলামী রাজনৈতিক দলমাত্র নয়, বরং আক্ষরিক অর্থেই একটি পূর্নাঙ্গ ইসলামী আন্দোলন

ইসলামী ঐক্য আন্দোলন
নেতামাওলানা আব্দুল আজিজ
সাধারণ সম্পাদকমোহাম্মদ ইসমাঈল
প্রতিষ্ঠাতাআবদুর রহিম (পণ্ডিত)
প্রতিষ্ঠা১৯৮৪
সদর দপ্তর৮৪ পূর্ব তেজতুরি বাজার,তেজগাও ঢাকা-১২১৫
ধর্মইসলাম
জাতীয় অধিভুক্তি বাংলাদেশ
ওয়েবসাইট
http://islamioikkoandolon.org

ইতিহাস[সম্পাদনা]

১৯৮৪ সালের ৩০শে নভেম্বর আইডিএল এর মজলিসে শুরার অধিবেসনে দলের নাম পরিবর্তন করে ইসলামী ঐক্য আন্দোলন রাখা হয়।

মৌলিক বিশ্বাস[সম্পাদনা]

এই সংগঠনের মৌলিক বিশ্বাস 'লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রসুলুল্লাহ' অর্থাৎ আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নাই,মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল।

ইহার ব্যাখ্যাঃ একমাত্র আল্লাহই সকল প্রকার সার্বভৌমত্বের অধিকারী। মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের সর্ব ক্ষেত্রে মানবজাতির নেতা এবং সর্বশেষ নবী ও রসূল। কুরআন ও সুন্নাহ্‌-ই আইনের উৎস।

লক্ষ্য ও উদ্দেশ্য[সম্পাদনা]

লক্ষ্যঃ বাংলাদেশে আল্লাহর দ্বীন পূর্নরূপে কায়েমের মাধ্যমে

  1. মানবজীবনের সকল ক্ষেত্রে আল্লাহর বন্দেগী ও রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর আনুগত্য নিশ্চিতকরণ।
  2. সমাজ হইতে জুলুম-শোষণ উৎখাত করিয়া সর্ব পর্যায়ে আদ্‌ল ও ইনসাফ প্রতিষ্ঠিত করন।
  3. ন্যায়ের প্রতিষ্ঠা ও অন্যায়ের প্রতিরোধের মাধ্যমে দুনিয়ার বুকে এক কল্যাণময় সমাজ ও রাষ্ট্র গঠন।

উদ্দেশ্যঃ রাসুলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ওয়া সাল্লাম)- এর আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন।

কর্মনীতি[সম্পাদনা]


এই সংগঠন সমাজ পরিবর্তনের সংগ্রামে ও মানবজীবন পুনর্গঠনে কুরআন ও সুন্নাহ নির্দেশিত শান্তিপূর্ন ও গঠনমুলক কর্মনীতিতে বিশ্বাসী এবং রাজনৈতিক চক্রান্ত ও সন্ত্রাসবাদী তৎপরতার ঘোরতর বিরোধী। ধ্বংসাত্মক কর্মকাণ্ড, অন্যায় রক্তপাত এবং অরাজকতার উস্কানি দানকারী রাজনৈতিক কর্মকৌশল এই সংগঠনের দৃষ্টিতে সম্পূর্ণ অবৈধ। পক্ষান্তরে এই সংগঠন প্রচলিত রাজনীতির পরিবর্তে নবী-রাসুলগনের (আঃ) প্রদর্শিত আপোষহীন কর্মনীতি অনুসারে তৎপরতা চালাইয়া যাইবে।

কর্মসূচী[সম্পাদনা]


এই সংগঠনের কর্মসূচী নিম্নরূপ হইবেঃ

দাওয়াত ও তাবলীগঃ[সম্পাদনা]

  • জীবনের সকল ক্ষেত্রে আল্লাহ্‌র সার্বভৌমত্ব ও প্রভুত্বের স্বীকৃতির মাধ্যমে আল্লাহর বন্দেগি ও দাসত্ব এবং রাসুল সাঃ এর পূর্ন আনুগত্য কবুলের আহ্বান।
  • জীবনের সকল পর্যায় হইতে অসৎ, চরিত্রহীন ও খোদাদ্রোহী নেতৃত্বের উৎখাত ও সর্বপ্রকার কায়েমী স্বার্থের মূলোৎপাটন করিয়া ঈমানদার, চরিত্রবান ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠার মাধ্যমে একটি ইনসাফ-ভিত্তিক ইসলামী সমাজ গড়িয়া তোলার লক্ষ্যে প্রচলিত রাজনীতির পরিবর্তে পূর্নাঙ্গ ইসলামী বিপ্লব সাধনের সর্বাত্নক জিহাদে অংশগ্রহনে উদাত্ত আহ্বান।

সংগঠনঃ[সম্পাদনা]

ইসলামী সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয়ভাবে অংশগ্রহণে আগ্রহী ব্যক্তিদেরকে সংগঠনের অধীনে সুসংগঠিত করা।