ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

ইসলামাবাদ ওয়াছিম উদ্দিন উচ্চ বিদ্যালয় বাংলাদেশের জামালপুর জেলার মাদারগঞ্জ থানার জোরখালি বাজারে অবস্থিত।[১]

ইতিহাস[সম্পাদনা]

এটি ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত হয়। ডাঃ মোঃ ওয়াছিম উদ্দিন এই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত করেন।

অবকাঠামো[সম্পাদনা]

বিদ্যালয়ে রয়েছে বিশাল খেলার মাঠ। এর অধীনে আছে একটি পুকুর, একটি শহীদ মিনার। বিদ্যালয়টি জোরখালি বাজার-বালিজুড়ী বাজার সড়কের পার্শ্বে অবস্থিত।

পরিচালনা পরিষদ[সম্পাদনা]

বিদ্যালয়ের বর্তমান প্রধান শিক্ষক এস এম রেজাউল ইসলাম। বিদ্যালয়টি সক্রিয় পরিচালনা পরিষদ কর্তৃক পরিচালিত হয়।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Institute Basic Info"Education Management Information System। Directorate of Secondary And Higher Education। ৩১ মার্চ ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ জানুয়ারি ২০১৯ 
  2. Durjoy, Abdullah (27-02-2017)। "ISLAMABAD WASIM UDDIN HIGH SCHOOL"deb.gov.bd। Abdullah Durjoy। ২০১৭-০৭-১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ 2017-02-27  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)