ইলাস্টিক সার্চ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইলাস্টিক সার্চ (Elasticsearch)
মূল উদ্ভাবকShay Banon
উন্নয়নকারীElastic NV
প্রাথমিক সংস্করণ৮ ফেব্রুয়ারি ২০১০; ১৪ বছর আগে (2010-02-08)
স্থিতিশীল সংস্করণ
6.x6.8.5 / ২০ নভেম্বর ২০১৯; ৪ বছর আগে (2019-11-20)[১]
7.x7.5.0 / ২ ডিসেম্বর ২০১৯; ৪ বছর আগে (2019-12-02)[১]
রিপজিটরিhttps://github.com/elastic/elasticsearch
যে ভাষায় লিখিতJava
অপারেটিং সিস্টেমCross-platform
ধরনSearch and index
লাইসেন্সVarious (open-core model), e.g. Apache License 2.0 (partially; open source), Elastic License (proprietary; source-available)
ওয়েবসাইটwww.elastic.co/elasticsearch/ উইকিউপাত্তে এটি সম্পাদনা করুন
শে ব্যান বার্লিন বাজওয়ার্ডস ২০১০ এ ইলাস্টিকসার্চ সম্পর্কে কথা বলছেন

ইলাস্টিক সার্চ একটি মুক্ত উৎসের সন্ধান ও বৈশ্লেষিক সফটওয়্যার যন্ত্র। সব রকম তথ্যের জন্য এটি প্রযোজ্য।

JVM সমর্থন ম্যাট্রিক্স[সম্পাদনা]

ইলাস্টিক সার্চ ভার্শন JVM ভার্শন কিবানা ভার্শন
৭.৪.২ ৭.৪.২
৭.৫ ১০ বা তার উপর ৭.৫

[২]

গুরুত্বপূর্ণ তথ্য[সম্পাদনা]

  • ইলাস্টিক সার্চ ডিফল্ট পোর্ট নম্বর : 9200
  • কিবানা ডিফল্ট পোর্ট নম্বর : 5601

তথ্য লঙ্ঘন বিতর্ক[সম্পাদনা]

২০১৯ এর নভেম্বরে ইলাস্টিক সার্চের সার্ভারে কিছু ত্রুটি আবিষ্কারের পর গবেষকেরা দেখেন অরক্ষিত একটি সার্ভার থেকে ফাঁস হয়ে গেছে প্রায় ১২০ কোটি গোপনীয় তথ্য। সিএনটির মতে, অরক্ষিত ইলাস্টিক সার্চ সার্ভারের একাধিক ইমেল, নিয়োগকর্তাদের নথি, বিভিন্ন জায়গার অবস্থান, কাজের শিরোনাম, নাম, ফোন নম্বর এবং সোশ্যাল মিডিয়া রেকর্ড সহ একাধিক গোপনীয় তথ্য প্রকাশ্যে এসে যায়। এই নির্দিষ্ট সার্ভারটি আবার ডেটা সংস্থা পিপল ডেটা ল্যাবসের নিয়ন্ত্রণাধীন বলে জানা যাচ্ছে।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Elasticsearch Releases"। সংগ্রহের তারিখ ৩ ডিসেম্বর ২০১৯GitHub-এর মাধ্যমে। 
  2. "Support Matrix" 
  3. "Data Breaches" 

বহিঃসংযোগ[সম্পাদনা]