ইয়োশা ভাগনোম্যান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ইয়োশা ভাগনোম্যান
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ইয়োশা মামাদু কারাবু ভাগনোম্যান[১]
জন্ম (2000-12-11) ১১ ডিসেম্বর ২০০০ (বয়স ২৩)
জন্ম স্থান হামবুর্গ, জার্মানি
উচ্চতা ১.৮৭ মিটার (৬ ফুট + ইঞ্চি)[২]
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
হামবুর্গার
জার্সি নম্বর ২৭
যুব পর্যায়
২০০৯ পোপেনবুটেল
২০০৯–২০১০ হুমেলবুটেলার
২০১০–২০১৮ হামবুর্গার
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮– হামবুর্গার ৪৫ (৩)
২০১৮–২০১৯ হামবুর্গার ২ ১০ (৪)
জাতীয় দল
২০১৭ জার্মানি অনূর্ধ্ব-১৭ (০)
২০১৮ জার্মানি অনূর্ধ্ব-১৮ (০)
২০১৮–২০১৯ জার্মানি অনূর্ধ্ব-১৯ (০)
২০১৯ জার্মানি অনূর্ধ্ব-২০ (০)
২০১৯– জার্মানি অনূর্ধ্ব-২১ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৩:৩৯, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:৩৯, ১৭ মার্চ ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ইয়োশা মামাদু কারাবু ভাগনোম্যান (জার্মান উচ্চারণ: [jo:ʃa vagno:mɛ:n], জার্মান: Josha Vagnoman; জন্ম: ১১ ডিসেম্বর ২০০০; ইয়োশা ভাগনোম্যান নামে সুপরিচিত) হলেন একজন জার্মান পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে জার্মানির পেশাদার ফুটবল লীগের দ্বিতীয় স্তর ২. বুন্দেসলিগার ক্লাব হামবুর্গার এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে একজন রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০০৯ সালে, জার্মান ফুটবল ক্লাব পোপেনবুটেলের যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে ভাগনোম্যান ফুটবল জগতে প্রবেশ করেছেন[৩] এবং পরবর্তীকালে হুমেলবুটেলার এবং হামবুর্গারের যুব দলের হয়ে খেলার মাধ্যমে তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, জার্মান ক্লাব হামবুর্গারের মূল দলের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। হামবুর্গারের সাথে চুক্তিবদ্ধ থাকাকালীন হামবুর্গারের দ্বিতীয় স্তরের দল হামবুর্গার ২-এর হয়ে খেলেছেন, যেখানে তিনি ১০ ম্যাচে ৪টি গোল করেছেন।

২০১৭ সালে, ভাগনোম্যান জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে জার্মানির বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

ইয়োশা মামাদু কারাবু ভাগনোম্যান ২০০০ সালের ১১ই ডিসেম্বর তারিখে জার্মানির হামবুর্গে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বাবা হলেন আইভারীয় বংশোদ্ভূত এবং তার মাতা হলেন জার্মান বংশোদ্ভূত।[৪][৫]

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

ভাগনোম্যান জার্মানি অনূর্ধ্ব-১৭, জার্মানি অনূর্ধ্ব-১৮, জার্মানি অনূর্ধ্ব-১৯, জার্মানি অনূর্ধ্ব-২০ এবং জার্মানি অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলার মাধ্যমে জার্মানির প্রতিনিধিত্ব করেছেন। ২০১৭ সালের ১৩ই অক্টোবর আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন। জার্মানি অনূর্ধ্ব-১৭ দলের হয়ে তিনি ২০১৭ ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন, তবে তার দল উক্ত প্রতিযোগিতায় শুধুমাত্র কোয়ার্টার-ফাইনাল পর্যন্ত অংশগ্রহণ করতে সক্ষম হয়েছিল; উক্ত প্রতিযোগিতায় তিনি ৩ ম্যাচে অংশগ্রহণ করেছিলেন। তিনি জার্মানি অনূর্ধ্ব-২০ দলের হয়ে ২০১৭–১৮ অনূর্ধ্ব-২০ এলিট লীগের শিরোপা জয়লাভ করেছেন, যার মাধ্যমে তার উক্ত প্রতিযোগিতার ইতিহাসে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলতে সক্ষম হয়েছিল। তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের জার্মানি অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৬]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "FIFA U-17 World Cup India 2017 – List of Players" (পিডিএফ)FIFA.com। Fédération Internationale de Football Association। ২৮ অক্টোবর ২০১৭। ৩০ অক্টোবর ২০১৭ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ মার্চ ২০১৮ 
  2. "Josha Vagnoman - Profile HSV"hsv.de। Hamburger SV। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  3. "HSV-Profi Vagnoman ehrlich: „Da war ich wirklich schlecht""hsv24.mopo.deHamburger Morgenpost। ২০ মার্চ ২০২০। সংগ্রহের তারিখ ৫ আগস্ট ২০২০ 
  4. Simon, Philipp (৭ জুন ২০১৮)। "„Geld ist nicht alles! Der HSV ist mein Verein""Hamburger Morgenpost। Hamburg। ৯ জুন ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জুলাই ২০১৮ 
  5. Schardt, Liam (১৯ সেপ্টেম্বর ২০১৮)। "HSV-Teenie Josha Vagnoman: Premiere ohne Lampenfieber"Hamburger Morgenpost। Hamburg। সংগ্রহের তারিখ ২৫ সেপ্টেম্বর ২০১৯ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  6. "Kuntz mit vier Neulingen zur EM-Gruppenphase nach Ungarn"। dfb.de। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]