ইন্সতিতুসিওন লিব্রে দে এন্সেনিয়াঞ্জা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
১৮৮৯–১৮৯০ আইএলই কোর্সের বোর্ড পরিচালকগণ।

লা ইন্সতিতুসিওন লিব্রে দে এন্সেনিয়াঞ্জা (আইএলই) অথবা শিক্ষার মুক্ত প্রতিষ্ঠান স্পেনে অর্ধ শতাব্দী ধরে (১৮৯৬–১৯৩৬) চলমান একটি শিক্ষামূলক প্রকল্প ছিল। এই প্রতিষ্ঠান ক্রাউজিজমের দর্শনের মাধ্যমে অনুপ্রাণিত একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানটি সর্বপ্রথম জুলিয়ান সানজেল দেল রিও মাদ্রিদের কমপ্লুতেন্সে বিশ্ববিদ্যালয়ে পরিচয় করিয়ে দেন এবং পরবর্তীকালে তিনি সেই বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়ে আসার পরও এটি স্পেনের বুদ্ধিজীবী মানুষদের জীবনের উপর উল্লেখযোগ্য প্রভাব ফেলতে থাকে।

এই প্রতিষ্ঠানটি ১৮৭৬ সালে ফ্রাঞ্চিস্কো হিনের দে লোস রিওস, হুমেরসিন্দো আজকারাতে, তেওদোরো সাইঞ্জ এবং নিকোলাস সাকমেরনসহ একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের নিয়ে একটি গ্রুপ প্রতিষ্ঠিত হয়েছিল, যারা একাডেমিক স্বাধীনতা অর্জনের জন্য মাদ্রিদের প্রধান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে নিজেদের সরিয়ে নিয়েছিল। তারা যেকোনো সরকারি ধর্মীয় নীতি, নৈতিক ও রাজনৈতিক ক্ষমতা তাদের শিক্ষায় সামঞ্জস্য করতে অস্বীকৃতি জানায়। এর ফলস্বরূপ, বিশ্ববিদ্যালয় স্তরের নির্দেশনা থেকে শুরু করে প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা পর্যায়ে তাদের কার্যক্রম সম্প্রসারিত করে। অতঃপর তারা একটি সেক্যুলার প্রাইভেট শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে রাজ্য খাতের বাইরে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে যেতে থাকে।

তথ্যসূত্র[সম্পাদনা]

আরও পড়ুন[সম্পাদনা]

বহিঃসংযোগ[সম্পাদনা]