আলাপ:সুবল সিং

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: চিথারাই মাহাতো কর্তৃক ১০ মাস আগে "প্রথম শহীদ" অনুচ্ছেদে

প্রথম শহীদ[সম্পাদনা]

সুুুবলা সিংহ প্রথম শহীদ ছিলেন?

এর স্বপক্ষে ঐতিহাসিক তথ্যসূত্র আছে হলে জানাবেন। প্লিজ।

ধন্যবাদ।

@Ted071203 চিথারাই মাহাতো (আলাপ) ০৯:২২, ১ মে ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@Ted071203 সুবলা সিংহ প্রথম শহীদ ছিলেন না। এর উপরে কোন অথেন্টিক প্রমাণ নেই। প্রয়োজনে বার্তা পাতায় আলোচনা করুন। আর কেউ যদি প্রথম শহীদ বলে উল্লেখ করেন হলে অবশ্যই তথ্যসূত্র সহ সংযোজন করুন। আমার কোন সমস্যা নেই। ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ১২:৪২, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ted071203, @চিথারাই মাহাতো: সম্পাদনা যুদ্ধের পরিবর্তে অনুগ্রহ করে তথ্যসূত্র প্রদান করুন। নিবন্ধে যে তথ্যসূত্র দেওয়া হয়েছে সেখানে "সুবল সিং ছিলেন ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রথম শহীদ" কথাটির পক্ষে সমর্থন দেখতে পাইনি। আফতাবুজ্জামান (আলাপ) ১৫:১১, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@আফতাবুজ্জামান: সুবল সিং ভারতের স্বাধীনতা আন্দোলনের নয় চুয়াড় বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন।Ted071203 (আলাপ) ১৫:৩১, ২৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ted071203
চুুয়াড় বিদ্রোহের প্রথম শহীদ ছিলেন। এর স্বপক্ষে কোন তথ্যসূত্র কিছু থাকলে দেবেন। কোন লেখক, কোন গ্রন্থে লিখেছেন বিস্তারিত তথ্যসূত্র জানাবেন।
ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৩:১০, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ted071203 তথ্যসূত্র ছাড়া 'প্রথম শহীদ ছিলেন' সংযোজন করবেন না। @আফতাবুজ্জামান নমস্কার, স্যার। পাতাটিকে যাচাই করার অনুরোধ জানাই।
ধন্যবাদ
নমস্কার। চিথারাই মাহাতো (আলাপ) ০৬:৩৯, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@চিথারাই মাহাতো: পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ডে, সুবল সিংয়ের শহীদ দিবসটি চুুয়াড় বিদ্রোহের প্রথম শহীদ হিসাবে পালিত হয়। Ted071203 (আলাপ) ০৭:৩৫, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Ted071203 তথ্যসূত্র কিছু থাকলে উল্লেখ করুন। এসব যুক্তি দেবেন না। এগুলোর সাথে ইতিহাসের কোন সম্পর্ক নেই।
ধন্যবাদ। চিথারাই মাহাতো (আলাপ) ০৭:৫০, ২৭ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন