আলাপ:মুহাম্মাদের স্ত্রীগণ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Tanbiruzzaman কর্তৃক ৭ মাস আগে "নাবী মুহাম্মাদ (ﷺ)এর স্ত্রীগন" অনুচ্ছেদে

বিশ্বাসীগণদের নাকি বিশ্বাসীগণের[সম্পাদনা]

সন্দেহ হচ্ছে, কোনটি ঠিক? এটা অনুযায়ী, বিশ্বাসীগণের মাতা-টা ঠিক। সম্প্রদায়ের সাহায্য চাইছি। ধন্যবাদ ~ ওহিদ (আলাপ) ০১:৫৬, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

বিশ্বাসীগণের বা বিশ্বাসীদের/মুমিনগণের বা মুমিনদের মাতা। 103.230.106.31 (আলাপ) ০২:১২, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ ভাই! বিশ্বাসীগণের শব্দটা ঠিক মনে হচ্ছে। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৩:২৭, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
@ওহিদ বিশ্বাসীগনের পরিবর্তে বিশ্বাসীগণদের দেওয়া প্রয়োজন নেই বলে বাতিল করেছিলাম। টেমপ্লেটের জন্য না। আর টেমপ্লেট নিচে জায়গা থাকলে দিলেও অসুবিধা নেই, না দিলেও নেই। আস্থা রাখুন! আলোচনা করে পরিবর্তন করুন, তাহলে ভালো হবে। আর আপনি একইস্থানে লিখছেন বিশ্বাসীগণ, কিন্তু মুমিনগণ লিখছেননা। আসলে দের থাকলে আর বহুবচন প্রয়োজন হয়না। যেখানে দের রয়েছে, সেটা একটা গোষ্ঠী, একটি বিষয়বস্তুকে ইঙ্গিত করে। আশা করি বুঝেছেন। আগেই হালকা আলোচনা করেছিলাম বিধায় সারাংশ উল্লেখ করিনাই। -- Prodipto Deloar (আলাপঅবদানলগ) ০৪:৪৪, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
ভালোভাবে দেখেন, আমি বিশ্বাসীগণদের পরিবর্তে বিশ্বাসীগণের লিখেছি। প্রথমটা তাও বোঝা গেলো আপনার দেখতে ভুল হয়েছে, কিন্তু দ্বিতীয়টা?? অপ্রাসঙ্গিক টেমপ্লেট রেখে কি হবে? -- ওহিদ (আলাপ) ০৪:৫৮, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন
টেমপ্লেটটার দরকার আছে, ডেস্কটপ মোডে গেলে দেখতে পারবেন। পার্শদণ্ড টেমপ্লেট মোবাইল মোডে কাজ করে না। আল রিয়াজ উদ্দীন (আলাপ) ০৫:২৭, ৩ ডিসেম্বর ২০২১ (ইউটিসি)উত্তর দিন

নাবী মুহাম্মাদ (ﷺ)এর স্ত্রীগন[সম্পাদনা]

নাবী মুহাম্মাদ (ﷺ) এর স্ত্রীগনের আলোচনা শিরোনামে মুহাম্মাদ নামের পরে (ﷺ)যুক্ত করা আবশ্যক। তা নাহলে এই শিরোনামের লেখা পাঠকরা মূল্যায়ন করবে না। মোঃ মোখলেছুর রহমান (আলাপ) ১৪:৩৭, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মোঃ মোখলেছুর রহমান, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য। উইকিপিডিয়া যেহেতু একটি নিরপেক্ষ বিশ্বকোষ, তাই শুধুমাত্র মুসলিম পাঠক নয়, অন্যান্য সকল ধর্মের ব্যক্তিরাও উইকিপিডিয়া পাঠ করেন। কোনো এক ধর্মীয় বিষয়বস্তু সম্পর্কিত নিবন্ধসমূহ অন্য ধর্মের পাঠকরাও পাঠ করেন। তাই আপনি যদি একজন মুসলিম পাঠক হয়ে থাকেন তবে এমন নিবন্ধ পড়ার সময় মুহাম্মদ (সাঃ)-এর নামের পাশে মনে মনে সাঃ পাঠ করতে পারেন। যেমনটা আমিও করি, কারণ আমিও আপনার মতোই একজন মুসলিম পাঠক। আসুন আমরা উইকিপিডিয়াকে একটি নিরপেক্ষ মুক্ত বিশ্বকোষ হিসেবে গড়ে তুলি। –TANBIRUZZAMAN (💬) ১৪:৫১, ২৪ সেপ্টেম্বর ২০২৩ (ইউটিসি)উত্তর দিন