আলাপ:বাংলা হরফ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Faizul Latif Chowdhury কর্তৃক ৯ বছর পূর্বে "মুদ্রাক্ষর-ছাঁদ এবং বাংলা হরফ এক কথা নয়" অনুচ্ছেদে

ড়, ঢ়, য়[সম্পাদনা]

বাংলা ভাষায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই কি প্রথম 'ড়', 'ঢ়', এবং 'য়' এই বর্ণত্রয়ের প্রচলন করেছিলেন? অন্যান্য ভারতীয় ভাষা যথা, হিন্দি, ওড়িয়া, এবং অসমীয়াতেও কিন্তু এই তিনটি বর্ণের অস্তিত্ব রয়েছে। এ ব্যাপারে আলোকপাত করলে ভাল হয়। --সুমঙ্গল ভার্গব ০৯:১৭, ২৫ মার্চ ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

আপনি যদি অন্য কোন উৎস থেকে এ ব্যাপারে আরও তথ্য যোগাড় করতে পারেন, দয়া করে তা করুন। নিবন্ধের গ্রন্থপঞ্জির বইগুলিতে এরকমই বলা হয়েছে। --অর্ণব (আলাপ | অবদান) ১৫:১৭, ২৫ মার্চ ২০০৯ (ইউটিসি)উত্তর দিন

মুদ্রাক্ষর-ছাঁদ এবং বাংলা হরফ এক কথা নয়[সম্পাদনা]

মুদ্রাক্ষর-ছাঁদ বা টাইপফেইস এবংবাংলা হরফ অভিন্ন নয়। প্রথমোক্তটি যে কোনো ভাষা সম্পর্কিত নিবন্ধ। শেষোক্তটি কেবল বাংলাভাষা সম্পর্কিত। সুতরাং একীভূতকরণের প্রস্তাব অবান্তর। ফলক অপসৃত। —Faizul Latif Chowdhury (আলাপ) ০৭:৩৭, ১১ জুন ২০১৪ (ইউটিসি)উত্তর দিন