আলাপ:ফরিদ উদ্দিন খাঁ

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Gorbito Bangali কর্তৃক ৯ মাস আগে "অপসারণের আপত্তি" অনুচ্ছেদে

অপসারণের আপত্তি[সম্পাদনা]

এই পাতাটি দ্রুত অপসারণ করা উচিত নয় কারণ... ফরিদ উদ্দিন খাঁ তাঁর সময়ের একজন বিখ্যাত সাহিত্যিক ও প্রকাশক ছিলেন। পঞ্চাশের দশকের সাহিত্যবোদ্ধাদের কাছে তিনি ছিলেন একজন পরিচিত মুখ। এর অনেক প্রমাণ রয়েছে, তাঁর প্রণীত পুস্তক পুনঃপুন মুদ্রণ হত, যা ছিল পাঠক সমাজের ব্যাপক চাহিদার প্রতিফলন। তৎকালীন বিখ্যাত সাহিত্যিকগণের সঙ্গে তাঁর আন্তরিক যোগাযোগ ছিল। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ তাঁর বইয়ের ভূমিকা লিখেছেন, কবি জসিমউদ্দিন, মুহম্মদ মনসুর উদ্দিন, কবি গোলাম মোস্তফা প্রমুখ তাঁর বাসায় সাহিত্য আড্ডা যোগ দিতেন। এসব তাঁর জীবনী গ্রন্থেই উল্লেখ রয়েছে। প্রকাশক হিসেবেও তিনি সাহিত্যিকদের কাছে পরিচিত মুখ ছিলেন। আশ্চর্যজনক বিষয় এই যে, এমন একজন বিখ্যাত সাহিত্যিক কালের ধুলোয় ঢাকা পড়ে গেছেন, তাঁর কর্মকে জাতির সামনে তুলে ধরার প্রয়োজন যখন দেখা দিচ্ছে, তখন কিনা তাঁর জীবনী উইকিপিডিয়ায় সংযুক্ত করার বদলে অপসারণের প্রস্তাব কতটুক যৌক্তিক? তথ্যসূত্র হিসেবে তাঁর বইয়ের নাম যুক্ত করা হয়েছে এই কারণে যে, তাঁর বইয়ের প্রথম প্রকাশের ৯৮ বছর পর পুনঃপ্রকাশ করায় বইয়ের সম্পাদক লেখকের বিস্তারিত জীবনী সেই বইয়ের ভূমিকাতে লিখেছেন। এজন্যই তাঁর বইয়ের রেফারেন্স দেয়া হয়েছে যা মূলত সম্পাদকের লিখিত ভূমিকাকে নির্দেশ করে। --Gorbito Bangali (আলাপ) ১৭:৫৩, ১৪ আগস্ট ২০২৩ (ইউটিসি)উত্তর দিন