আলাপ:টাঙ্গাইল বিমানবন্দর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

টাংগাইল বিমানবন্দর ১৯৬৭ সালে টাঙ্গাইল বিমানবন্দর ১১ কোটি টাকা ব্যয়ে ১১ একর জমির উপর প্রতিষ্ঠিত হয়। প্রধানত টাঙ্গাইল ও অন্যান্য নিকটবর্তী জেলায় পোকামাকড় থেকে কৃষি জমি রক্ষা করা জন্য ‍Airbuse এর মাধ্যমে প্রতি বছর দুটি পদ কীটনাশক ছড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করা হতো। কিন্তু , ১৯৭৪ সাল থেকে এই পর্যন্ত বিমানবন্দর অব্যবহৃত রয়েছে ও অরক্ষিত রয়ে গেছে । কিন্তু এখন এই বিমানবন্দরটি চালু করা সময়ের দাবি যার মাধ্যমে আন্ত:জেলা ও পার্শবর্তি দেশ ভারত, নেপাল, ভুটানের সাথে বিমান পরিসেবা চালুকরা যাবে ও পন্যসামগ্রি আমদানি ও চমচম, তাতের শাড়ি, ও হস্তশিল্পের রপ্তানি করা যাবে। যার মাধ্যমে দেশের আর্থসামাজিক উন্নয়ন ঘটবে।