আলাপ:গানা ডট কম

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: Mehediabedin কর্তৃক ২ বছর পূর্বে "ইংরেজি পাতা যুক্তকরণ" অনুচ্ছেদে

ইংরেজি পাতা যুক্তকরণ[সম্পাদনা]

এর সাথে ইংরেজি পাতাটি কীভাবে যুক্ত করবো ? Joysriramsarkar.manathetiger56 ৭:৪৯, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)

@Joysriramsarkar.manathetiger56 আমি করে দিয়েছি। তবুও ভবিষ্যতের জন্য বলে রাখি। আপনি পাতা তৈরির পর ইংরেজি উইকিপিডিয়ার পাতাটির উপরের দিকে থাকে কিছু চিহ্ন থাকে। সেসকল চিহ্নগুলোর সর্বডানের চিহ্নটি ক্লিক করে "Wikidata item" এ ক্লিক করলে আপনি এর উইকিউপাত্ত আইটেমে পৌঁছে যাবেন। সেখানে যাওয়ার পর উইকিউপাত্ত পাতার সবার নিচে থাকা "Wikipedia" তালিকার পাশে থাকা চিহ্নে ক্লিক করার পর একটি ফর্ম আসবে। ফরমে "Site ID" এর স্থলে "bnwiki" আর "Sitelink" এর স্থলে বাংলা পাতাটির নাম লিখবেন (নামের মাঝে স্পেস বা ফাঁকা স্থান থাকলে সেই ফাঁকা স্থানের জায়গায় আন্ডারস্কোর [_] চিহ্ন বসিয়ে দিবেন)৷ তারপর "Set the sitelink" বোতামে ক্লিক করলেই হয়ে যাবে। মেহেদী আবেদীন ২১:২৮, ২৫ অক্টোবর ২০২১ (ইউটিসি)উত্তর দিন