বিষয়বস্তুতে চলুন

আলাপ:ওবাইদুল আকবর

পাতাটির বিষয়বস্তু অন্যান্য ভাষায় নেই।
আলোচনা যোগ করুন
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাম্প্রতিক মন্তব্য: আফতাবুজ্জামান কর্তৃক ১ বছর পূর্বে "তথ্যসূত্র" অনুচ্ছেদে

@ ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ফটিকছড়ি-হাটহাজারী আসনে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। এ কথার সত্যতা এ লিংকে পেলাম না। লিংক-[[১]] প্রশাসকগণ অপসারণ করা যায় কি? মো. মাহমুদুল আলম (আলাপ) ১৯:৪৯, ৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

@মো. মাহমুদুল আলম, ওটা হচ্ছে পাকিস্তানের ২য় জাতীয় পরিষদের সদস্যদের তালিকা, যেখানে উক্ত নিবন্ধে পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচিত হওয়ার কথা বলা হয়েছে, যার সত্যতা এখানের তালিকায় ৭ নম্বরে রয়েছে। → Tanbiruzzaman 💬 ২০:২৩, ৩ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman এ পোর্টালের রেফারেন্স মুল রেফারেন্স না। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৪:৫১, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
সেটাতো ঠিক যে এটা মূল রেফারেন্স নয়, তবে এটাও ঠিক যে এটা পাকিস্তানের ২য় জাতীয় পরিষদের সদস্যদের সম্পর্কে নয় বরং পূর্ব পাকিস্তান প্রাদেশিক আইন পরিষদের প্রার্থী সম্পর্কে। → Tanbiruzzaman 💬 ১৪:৫৯, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman আপনাকে ধন্যবাদ তথ্যের সত্যতা নিশ্চিত করে বিষয়টা খোলাসা করার জন্য। অরূপ নির্ঝর (আলাপ) ১৬:৪৩, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন
@Tanbiruzzaman তার মুল ডকুমেন্ট উপস্থাপন করুন। বিশ্ব কোষীয় নিবন্ধনের জন্য এ পোর্টাল যথেষ্ট নয়। বিশেষ করে জীবনী সংক্রান্ত নিবন্ধনে। মো. মাহমুদুল আলম (আলাপ) ১৭:২৬, ৪ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

তথ্যসূত্র[সম্পাদনা]

@অরূপ নির্ঝর, শুভেচ্ছা নিন, এই নিবন্ধের বিভিন্ন তথ্য কোথায় পেয়েছেন অনুগ্রহ করে সেই তথ্যসূত্র করুন। যেমন ধরুন আপনি একটি তথ্য কোন এক বইয়ে পেয়েছেন, তাহলে সেই তথ্যের পাশে মাউস নিন ও আইকনে ক্লিক করে তথ্যসূত্র যোগ করুন। সব তথ্যের জন্য তথ্যসূত্র লাগবে না, তবে গুরুত্বপূর্ণ তথ্যের জন্য তথ্যসূত্র দেওয়া উচিত। আফতাবুজ্জামান (আলাপ) ১৯:৫৮, ১১ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন