আমজাদ হোসেন সিয়াল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

নতুন মহাসচিব ইসালা রুয়ান ওয়েরাকুন।

শিক্ষা[সম্পাদনা]

তিনি পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা বিশ্ববিদ্যালয়, ইসলামাবাদ থেকে প্রতিরক্ষা ও কৌশল প্রণয়ন বিষয়ে ডিগ্রি নিয়েছেন।[১]

কর্মজীবন[সম্পাদনা]

তিনি কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে পাকিস্তানের পক্ষে পরিচালক হিসেবে (২০০৩-০৬) দায়িত্ব পালন করেছেন।

আমজাদ তাজাকিস্তানে পাকিস্তানের রাষ্টদূত হিসেবে দায়িত্ব পালন ছাড়াও জাতিসংঘে স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "SAARC Secretariat"saarc-sec.orgসার্কের মহাসচিব । ২৪ ডিসেম্বর ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৯ জুন ২০২০ 
  2. APP (২ মার্চ ২০১৭)। "Pakistani becomes Saarc secretary general"। ডন। 
পূর্বসূরী
অর্জুন বাহাদুর থাপা (নেপাল)
সার্ক সাধারণ সম্পাদক
২০১৭-২০২০
উত্তরসূরী
ইসালা বীরাকুন (শ্রীলঙ্কা)