আব্দুল্লাহ আল-মুস্তাসিম বিল্লাহ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুল্লাহ আল মুস্তাসিম বিল্লাহ
أبو عبد المجيد «المستعصم بالله» عبد الله بن منصور المستنصر بالله
পূর্ণ নামعبد الله بن منصور بن محمد بن أحمد بن حسن بن يوسف بن محمد بن أحمد بن عبد الله بن محمد بن عبد الله بن أحمد بن إسحاق بن جعفر بن أحمد بن محمد بن جعفر بن محمد بن هارون بن محمد بن عبد الله بن محمد بن علي بن عبد الله بن العباس بن عبد المطلب

আবু আব্দুল-মাজিদ আবদুল্লাহ বিন মনসুর আল-মুস্তানসির বিল্লাহ ( ১২১৩১২৫৮/ ৬৫৬ হি.) ছিলেন বাগদাদের শেষ আব্বাসীয় খলিফা এবং তিনি নিজের পিতা আল-মুস্তানসির বিল্লাহর পর ১২৪২ সাল থেকে ১২৫৮ পর্যন্ত শাসন করেন। ১২৫৮/৬৫৬ হি. খ্রিস্টাব্দে মঙ্গোলরা হালাকু খানের নেতৃত্বে আব্বাসীয় খিলাফত আক্রমণ করে। বাগদাদ মঙ্গলদের হাতে চলে যাওয়ার পর মুয়াদুদ্দীন বিন আলকামি মঙ্গলদের পরিকল্পনায় সহায়তা করার পরে হালাকু আল-মুস্তাসিমকে মৃত্যুদন্ড দেয়। কারণ আলকামি মুস্তাসিমের সেনাবাহিনী দেশ ও জাতির নিরাপত্তার অজুহাতে সীমিত করে মাত্র দশ হাজার যোদ্ধা রাখে, যা হালাকুর সেনাবাহিনী বাগদাদে প্রবেশ করে গণহত্যা করার অন্যতম কারণ হয়ে ওঠে। হালাকু বাহিনী এক মিলিয়ন আট লাখ মুসলমানসহ আল মুস্তাসিমকে হত্যা করে এবং বাগদাদে আব্বাসীয় খিলাফতের অবসান ঘটায়। [১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. الدولة العباسية ، فاروق عمر فوزي ، دار الشروق ، عمان ، 2000، ص321