আব্দুর রহমান আল-ফাদলি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আব্দুর রহমান আল-ফাদলি
পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী
দায়িত্বাধীন
অধিকৃত কার্যালয়
২০১৫
সার্বভৌম শাসকসালমান বিন আবদুল আজিজ
প্রধানমন্ত্রী
ব্যক্তিগত বিবরণ
প্রাক্তন শিক্ষার্থীবাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয়

আবদুর রহমান বিন আবদুল মোহসেন আল-ফাদলি (আরবি: عبد الرحمن بن عبد المحسن الفضلي) হলেন সৌদি আরবের পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী। তিনি ২০১৫ সালের জানুয়ারিতে এ মন্ত্রণালয়ে নিযুক্ত হন।[১] তিনি বাদশাহ সৌদ বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন প্রকৌশলে স্নাতক ডিগ্রি অর্জন করেন।[২]

কর্মজীবন[সম্পাদনা]

আল-ফাদলি আলমারাই ফুড কোম্পানির মহাব্যবস্থাপক হওয়ার আগে পেট্রোলিয়াম শিল্প খাতে কয়েক বছর কাজ করেছিলেন। ২০০০ সালে, তিনি আলমারাইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে পদোন্নতি পেয়েছিলেন। তিনি অন্যান্য কোম্পানির পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেন।[২]

আল-ফাদলি সৌদি আরবের জাতীয় পানি সংস্থা, শস্য সংস্থা, কৃষি উন্নয়ন তহবিল, বন্যপ্রাণী জাতীয় কেন্দ্রর কর্তৃপক্ষ এবং আবহাওয়া ও পরিবেশ সুরক্ষার সাধারণ কর্তৃপক্ষ সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠানের বোর্ড চেয়ারম্যান।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "মন্ত্রীর জীবনী"পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রী। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬ 
  2. "আবদুর রহমান বিন আবদুল মোহসেন আল-ফাদলি, সৌদি পরিবেশ, পানি ও কৃষিমন্ত্রী"আরব নিউজ (ইংরেজি ভাষায়)। ২০১৮-১১-১১। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬ 
  3. "আবদুর রাহমান বিন আব্দুল মোহসেন আল ফাদলি"জাতীয় পানি সংস্থা। সংগ্রহের তারিখ ২০১৯-০৪-১৬