আন্দ্রে ফেদোরিভ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আন্দ্রে রোমানোভিচ ফেদোরিভ (রুশ: Андрей Романович Федорив; জন্ম ১১ আগস্ট, ১৯৬৩, লিভিভ, ইউক্রেনে) প্রাক্তন সোভিয়েত ইউনিয়নের একজন প্রাক্তন স্প্রিন্টার, যিনি ২০০ মিটারে বিশেষায়িত ছিলেন।

তিনি ৪ বার সোভিয়েত ইন্ডোর ২০০ মিটার চ্যাম্পিয়ন ছিলেন। [১] এছাড়াও তিনি ১৯৯৩ সালে ২০০ মিটারে ইউরোপিয়ান কাপ এ-তে দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন। ১৯৮৭ সালে ইউরো কাপ ২০০-এও তিনি তৃতীয় ছিলেন। ১৯৮৬ সালে তিনি স্টুটগার্টে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে ২০০ মিটারে ব্রোঞ্জ পদক জিতেছিলেন।

তথ্যসূত্র[সম্পাদনা]

Andrey Fedoriv at World Athletics

  1. "RUSSIAN INDOOR CHAMPIONSHIPS"gbrathletics.comAthletics Weekly। ১৪ মে ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৫-২৮