আধুনিক স্বর্ণ দিনার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

আধুনিক ইসলামিক সোনার দিনার (কখনও কখনও ইসলামিক দিনার বা সোনার দিনার নামেও উল্লেখ করা হয়) হল একটি প্রক্ষিপ্ত বুলিয়ন স্বর্ণমুদ্রা, যা এখন পর্যন্ত কোনো জাতীয় রাষ্ট্র কর্তৃক সরকারি মুদ্রা হিসেবে জারি করা হয়নি। তবে খিলাফতের সময়েকালে ও মুসলিম শাসনামলে এই দিনার বা দিরহাম দিয়ে লেনদেন করা হতো। এর লক্ষ্য হল ঐতিহাসিক সোনার দিনারকে পুনরুজ্জীবিত করা যা প্রাথমিক ইসলামের একটি প্রধান মুদ্রা ছিল।

দিনার বা স্বর্ণমুদ্রার দাম প্রায় উঠানামা করে। দেশের স্বর্ণের সাথে সাথে এটির দামও কমে-বাড়ে। তবে স্বর্ণমুদ্রা বা দিনারের মান সর্বদা একই।

১ দিনার = ৪.২৫ গ্রাম স্বর্ণ

এখন আমাদের এই স্বর্ণের দাম নির্ণয় করেই এর মূল্য বের করতে হবে। বাংলাদেশের স্বর্ণের দাম বাসুস[১] কর্তৃক নির্ণয় করা হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Association (BAJUS), Bangladesh Jeweller's। "Bajus - Gold Price – বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন"bajus.org। সংগ্রহের তারিখ ২০২৪-০১-০৪