আগাথোক্লেইয়া থেওত্রোপোস

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
আগাথোক্লেইয়া থেওত্রোপোস
ইন্দো-গ্রিক রাণী
আগাথোক্লেইয়া থেওত্রোপোসের মুদ্রা
রাজত্ব১৩০ খ্রিস্টপূর্বাব্দ - ১২০ খ্রিস্টপূর্বাব্দ
পূর্বসূরিপ্রথম মেনান্দ্রোস সোতের
উত্তরসূরিপ্রথম স্ত্রাতোন
দাম্পত্য সঙ্গীপ্রথম মেনান্দ্রোস সোতের
বংশধরপ্রথম স্ত্রাতোন

আগাথোক্লেইয়া থেওত্রোপোস (গ্রিক: Ἀγαθόκλεια Θεότροπος) একজন ইন্দো-গ্রিক রাণী ছিলেন, যিনি সম্ভবতঃ ১৩০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১২০ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত পাঞ্জাব অঞ্চল শাসন করেন। সিনিয়র মনে করেন যে, তিনি ১১০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০ খ্রিস্টপূর্বাব্দ পর্য্যন্ত রাজত্ব করেন।[১]

পরিচিতি[সম্পাদনা]

উইলিয়াম উডথর্প টার্নের মতে আগাথোক্লেইয়া থেওত্রোপোস ইন্দো-গ্রিক শাসক প্রথম মেনান্দ্রোস সোতেরের রাণী ছিলেন। প্রথম মেনান্দ্রোস সোতেরের মৃত্যুর পর তাঁর নাবালক পুত্র প্রথম স্ত্রাতোন রাজ্যশাসনের উপযোগী না হওয়ায় আগাথোক্লেইয়া থেওত্রোপোস পুত্রের হয়ে শাসনভার গ্রহণ করেন।[২] অসমুন্ড বোপেয়ারাচ্চি এই মত সমর্থন করেছেন।[৩][৪] কিন্তু প্রথম মেনান্দ্রোস সোতেরের মৃত্যুর অব্যবহতি পূর্বে বা পরে রাজ্যের অধিকার নিয়ে বিবাদ শুরু হওয়ায় আগাথোক্লেইয়া রাজ্যের পূর্বদিকে শুধুমাত্র পাঞ্জাব অঞ্চল নিজের অধিকারে রাখতে সক্ষম হন। রাজ্যের পশ্চিমাঞ্চল প্রথম জোইলোস দিকাইওসের অধিকারে চলে যায়। যদিও বিভিন্ন মুদ্রা বিশ্লেষণ করে সিনিয়র মনে করেছেন যে, তাঁর রাজত্বকাল ১১০ খ্রিস্টপূর্বাব্দ থেকে ১০০ খ্রিস্টপূর্বাব্দ বলে মনে করেছেন। প্রথম স্ত্রাতোন আগাথোক্লেইয়া থেওত্রোপোসের পুত্র হলেও প্রথম মেনান্দ্রোস সোতেরের রাণী ছিলেন না।[১]

মুদ্রা[সম্পাদনা]

আগাথোক্লেইয়া থেওত্রোপোসের প্রথমদিককার মুদ্রায় এক পিঠে শুধুমাত্র নিজের প্রতিকৃতি সহ গ্রিক লিপিতে বাসিলিস্সেস থেওত্রোপোউ আগাথোক্লেইয়াস (গ্রিক: ΒΑΣΙΛΙΣΣΗΣ ΘΕΟΤΡΟΠΟΥ ΑΓΑΘΟΚΛΕΙΑΣ) ও অপর পিঠে হেলেনা ছবিতে খরোষ্ঠী লিপিতে মহারাজস ত্রাতারস ধার্মিকস আগাথুক্রি উৎকীর্ণ থাকত। পরের দিকে মুদ্রাগুলিতে তাঁর প্রতিকৃতির সঙ্গে তাঁর পুত্র প্রথম স্ত্রাতোনের প্রতিকৃতিও মুদ্রিত থাকত। এই দ্বিভাষী মুদ্রাগুলিতে আগাথোক্লেইয়া থেওত্রোপোসের নাম গ্রিক লিপিতেই খোদিত থাকত। মুদ্রাগুলির অপর পিঠে বজ্র নিক্ষেপরত এথেনার চিত্র উৎকীর্ণ থাকত।[৩]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Senior R.C., MacDonald, D.: The Decline of the Indo-Greeks, Monographs of the Hellenic Numismatic Society, Athens (1998)
  2. W.W. Tarn. The Greeks in Bactria and India. Third Edition. Cambridge: University Press, 1966.
  3. "Monnaies Gréco-Bactriennes et Indo-Grecques, Catalogue Raisonné", Osmund Bopearachchi, 1991, Bibliothèque Nationale de France, আইএসবিএন ২-৭১৭৭-১৮২৫-৭.
  4. Sylloge Nummorum Graecorum O. Bopearachchi, Graeco-Bactrian and Indo-Greek Coins. The Collection of the American Numismatic Society, Part 9, New York, 1998, 94 p., 76 pl.
আগাথোক্লেইয়া থেওত্রোপোস
রাজত্বকাল শিরোনাম
পূর্বসূরী
প্রথম মেনান্দ্রোস সোতের
ইন্দো-গ্রিক শাসক (পাঞ্জাব)
১৩০ খ্রিস্টপূর্বাব্দ - ১২০ খ্রিস্টপূর্বাব্দ
উত্তরসূরী
প্রথম স্ত্রাতোন